গরু পাচার কাণ্ডে ফের গ্রেফতার কেষ্ট মণ্ডল! এবার রামপুরহাট থানার পুলিশের জালে পড়ল ধরা

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর অগাস্ট মাসে গরু পাচার ইস্যুতে (Cow Smuggling) সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল (Kesto Mondal)। তার পর থেকে পেরিয়ে গিয়েছে বহুমাস। বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল। বুধবারই অনুব্রতর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরই মধ্যে ফের একবার গরু পাচার কাণ্ডে গ্রেফতার হলেন কেষ্ট মণ্ডল। কিন্ত কিভাবে? ঘটনাটা কি?

বৃহস্পতিবার রাতভোর অভিযান চালিয়ে পাচার করার সময় প্রচুর পরিমানে লরি ভর্তি অবৈধ কয়লা ও চারচাকা বোঝায় ন’টি গরু বাজেয়াপ্ত করছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার মনজিত ঘোষ নামে এক কয়লা পাচারকারীকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।

অন্যদিকে গরু পাচারের অভিযোগে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরদিঘী থানা এলাকার দুজনকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল রাতে রাণীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে লরিতে করে কয়লা পাচার করার সময় কয়লা ভর্তি লরিটি বাজেয়াপ্ত করে পুলিশ।

সেই আটক লরি থেকে সবমিলিয়ে ২৪ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি রামপুরহাট – ঝাড়খন্ড রাস্তার সুরিচুয়ার কাছে ঝারখন্ড থেকে এরাজ্যে নিয়ে আসার সময় চারচাকা ভর্তি ৯ টি গরু বাজেয়াপ্ত করা হয়। সেই পাচারের অভিযোগে দুই গরু পাচারকারীকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। সেই ধৃত দুজনার মধ্যে একজনের নাম কেষ্ট মণ্ডল (Kesto Mondal)। অপরজনের নাম নূর জামাল সেখ।

coww

গরু পাচারের অপরাধে ধৃত এই ব্যক্তির নাম আর গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি তৃণমূলের অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডলের নাম হবুহু মিলে যাওয়াতেই শুরু হয়েছে জোর চর্চা। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর