রিক্সা ইউনিয়ন নিয়ে সমস্যা! নিজের ওয়ার্ডেই ‘ঘেরাও’ তৃণমূল কাউন্সিলর!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়ার্ড অফিস থেকে বাড়ি অবধি কয়েকশো রিক্সা! নিজের ওয়ার্ডেই কার্যত ‘ঘেরাও’ বিধাননগর পুরনিগমের কেষ্টপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলর মনীশ মুখোপাধ্যায় (Manish Mukherjee)। সোমবার ফেসবুক লাইভে এসে সেই দৃশ্য দেখান তিনি। মনীশ বলেন, ‘আমার জীবনে এমন লাইভ করতে হবে ভাবিনি, খুব দুঃখজনক ঘটনা’।

নিজের ওয়ার্ডেই ‘ঘেরাও’ তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর!

লাইভের শুরুতেই মনীশ বলেন, কেষ্টপুর রিক্সা ইউনিয়ন (কেষ্টপুর টু কেষ্টপুর বাজার) নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। তার জেরে এই ঘটনা। তৃণমূল (TMC) কাউন্সিলরের কথায়, ‘আমি একজন কাউন্সিলর। আমার কাজ হচ্ছে, রাস্তাঘাট উন্নতি করা, মানুষের পাশে থাকা, উন্নয়ন করা, নানান কাজকর্ম করা। রিক্সা ইউনিয়ন বা কোনও কিছু দেখার দায়িত্ব নেই’। কিন্তু তা সত্ত্বেও তাঁকে ‘ঘেরাও’ করা হয়েছে বলে জানান তিনি।

মনীশ বলেন, ‘আমার ওয়ার্ড অফিসের সামনে আমি ঘেরাও। ওয়ার্ড অফিসের সামনে থেকে আমার বাড়ি অবধি কয়েকশো রিক্সা। দুর্ভাগ্য নাকি সৌভাগ্য নাকি জানি না। তবে লজ্জিত আমি যে এই ধরণের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। নিজের জীবনে এমন দেখিনি’।

আরও পড়ুনঃ চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিলেন তিলোত্তমার মা-বাবা

তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর জানান, রিক্সা ইউনিয়নের বিরুদ্ধে কোনও একটি ‘চক্রান্তমূলক ঘটনা’ ঘটেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ‘আমার রিক্সা ইউনিয়নের দায়িত্ব নয়, তবে আগামীদিনে যদি আমার ওয়ার্ডে কোনও বড় ঘটনা ঘটে, তার দায় কে নেবে?’ প্রশ্ন করেন মনীশ। পরিস্থিতি ‘অন্য দিকে’ চলে যাচ্ছে, ‘খুব বাজে’ জায়গায় যাচ্ছে বলেও জানান তিনি।

ভিডিওঃ https://www.facebook.com/share/v/18ZHak66PY/

মনীশ জানান, কাউন্সিলর পদ ছাড়া আর কোনও দায়িত্বে নেই তিনি। বাস, অটো থেকে শুরু করে রিক্সা (Rickshaw Union), কোনও ইউনিয়নে তিনি নেই বলে জানান তৃণমূল কাউন্সিলর। তিনি বলেন, ‘রিক্সা, বাজার সব জায়গাতেই আমরা গণতন্ত্রের মাধ্যমে ভোট প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু গতকাল বেআইনিভাবে একজনকে চাপিয়ে দেওয়া হয়। যারা রিক্সার সঙ্গে যুক্তই নয়, তাঁরা একটি কমিটি করে নিচ্ছে। সেই কমিটিকে না মেনে বিক্ষোভ দেখানোর জন্য আমার কাছে এসেছে’। বিক্ষোভকারীরা ডেপুটেশন দেবেন বলে জানান কেষ্টপুর এলাকার এই জনপ্রতিনিধি।

Trinamool Congress Councilor Manish Mukherjee

তৃণমূল কাউন্সিলর বলেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বাজার সহ সব জায়গায় নির্বাচন হয়। অন ক্যামেরা ভোট হয় বলে জানান তিনি। তবে এবার রিক্সা ইউনিউয়নের ক্ষেত্রে একজনকে ‘চাপিয়ে’ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মনীশের প্রশ্ন, ‘এই ইউনিয়ন নিয়ে এত মাথা ঘামানোর কী আছে?… এদের ইউনিয়ন, এরা যাকে চাইবে সে থাকবে। চাপিয়ে দেওয়া হবে কেন?’

অন ক্যামেরায় ভোট হবে, যাকে সবাই চাইবে, সে জিতবে। রিক্সা ইউনিয়নের ক্ষেত্রে চাপিয়ে দেওয়া কেন হবে? প্রশ্ন করেন তৃণমূল কাউন্সিলর। ‘আমি কখনও এদের বিরুদ্ধে নই’, রিক্সা ইউনিয়নের পাশে দাঁড়িয়ে বলেন তিনি। বিক্ষোভকারীদের বক্তব্য শোনা হবে এবং উচ্চ নেতৃত্বের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন মনীশ।

আরও পড়ুনঃ ‘ক্ষমতা জাহির করতে প্রতিবাদ?’ WAQF আইন বিরোধী প্রতিবাদ নিয়ে বিস্ফোরক ফিরহাদ

তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর জানান, রিক্সাওয়ালাদের হুমকি দেওয়া হচ্ছে। ‘দেখে নেব’, বলে হুঁশিয়ারি দিচ্ছে বলে দাবি করেন তিনি। তবে একজন রিক্সাওয়ালারও যদি গায়ে হাত পড়ে, তাহলে এলাকাবাসী চুপ থাকবে না বলে স্পষ্ট জানিয়েছেন মনীশ মুখোপাধ্যায়।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X