মোদী প্রেমে মত্ত ইংলিশ তারকা কেভিন পিটারসেন, প্রধানমন্ত্রীর এই কাজের করলেন ভূয়সী প্রশংসা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদিকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন ব্রিটিশ তারকা ক্রিকেটার। বন্যপ্রাণী রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টার প্রশংসা করেছেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের বন্যপ্রাণীর প্রতি প্রেম আজ আর অনেকের কাছেই অজানা নয়। এহেন পিটারসেন টুইট করে প্রধানমন্ত্রী মোদী এবং বন্যপ্রাণী রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় যারা কেভিন পিটারসেনকে ফল করেন তারা জানেন বন্যপ্রাণী, বিশেষ করে গন্ডারদের কতটা ভালোবাসেন। ব্রিটিশ তারকা তার টুইটারে গন্ডারের সাথে তার কভার ফটোও রেখেছেন। কেভিন পিটারসেন ভারতে বন্যপ্রাণী শিকার রোধ এবং তাদের জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেছেন।

kevin pietersen

অর্গানাইজার উইকলির একটি টুইট শেয়ার করে, কেভিন পিটারসেন লিখেছেন যে প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের বন্যপ্রাণী রক্ষাকারী সমস্ত মহিলা এবং পুরুষদের আমার সেলাম। তারা নিজেদের জীবন তুচ্ছ করে এই কাজ করে যায়। আমি তাদের অনেকের সাথে দেখা করেছি এবং তাদের অনেক সম্মান করি।

প্রসঙ্গত, অর্গানাইজার উইকলির পোস্ট অনুসারে, ২০২১ সালে ভারতে একটি মাত্র গন্ডারের শিকার করতে পেরেছে চোরাশিকারিরা। কেভিন পিটারসেন মুগ্ধ যে ভারতে গন্ডার শিকার প্রায় শেষ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর