বাংলাহান্ট ডেস্ক : একসময় ছিলেন সিপিআইএমের দাপুটে নেতা। সময়ের সঙ্গে সঙ্গে বাম দুর্গে ভাঙন ধরতেই দল বদলে ফেলেছিলেন তিনি। নেতার নাম খগেন মুর্মু। কিন্তু এই পোড়খাওয়া রাজনীতিবিদ যখন দল বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন তখন শাসক দলের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল দুর্দান্ত অফার। বর্তমান বিজেপি সাংসদের দাবি, তৃণমূলের প্রথম সারির এক নেতা ও আরও কিছু তাঁর অনুগামীরাত একদিন সটান তার বাড়িতে বাড়ি হয়েছিলেন। শুধু তাই নয়, তৃণমূলে যোগ দিলে এসএসসি সহ দেওয়া হবে ১০টি সরকারি চাকরি। সঙ্গে বিপুল অর্থপ্রাপ্তিও ঘটবে। এখানেই শেষ নয়, মিলবে ক্যাবিনেট মন্ত্রীর পদ।
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলছেন, তিনি ঘাসফুল শিবিরে যোগদান না করলেও ঘাসফুলে তরফ থেকে কিন্তু একাধিকবার তার কাছে প্রস্তাব রাখা হয় এমনকি সাম্প্রতিক কালে তিনি বিজেপিতে যোগদান করার পরও তৃণমূলের প্রথম সারির নেতারা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং একাধিকবার তাকে বিভিন্ন ধরনের টোপও দিয়েছিলেন।
উত্তর মালদার দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল প্রভাবশালী আদিবাসী নেতা তথা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু যোগ দিতে পারেন তৃণমূলে। ওয়াকিবহালের মতে, প্রাথমিকভাবে দলের সঙ্গে সাংসদের কিছুটা দূরত্ব তৈরি হলেও হঠাৎ করে সেই খগেন মুর্মুরই এমন বিস্ফোরক মন্তব্য নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিচ্ছে।
সূত্রের খবর, শনিবারে উত্তর মালদা সাংগঠনিক জনসভা এবং মিছিলে তিনি রইলেন সর্বাগ্রে। পা মেলালেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে। জোরালো বক্তব্য দিলেন মঞ্চে। সব জল্পনা মুছে দিতে তুলোধোনা করলেন তৃণমূলের।