বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি জঙ্গি গুরুপাতোয়ান্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশে এল। জানা যাচ্ছে, ভারতকে টুকরো টুকরো করার ছক কষেছিল শিখস ফর জাস্টিসের প্রধান।
সূত্র মারফত জানা গিয়েছে, পান্নুন বিভিন্ন ধর্মের (Religion) ভিত্তিতে ভারতকে ভাগ করতে চেয়েছিল। মুসলমানদের (Muslim) প্ররোচিত করে একটি মুসলিম দেশ তৈরি করতে চায় পান্নুন, যার নাম ডেমক্র্যাটিক রিপাবলিক অফ উর্দুস্তান (Democratic Republic of Urdustan) হিসেবে রাখতে চায় সে। শুধু তাই নয় কাশ্মীরের (Kashmir) জনগণকে উত্তেজিত করে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করানোর ছক কষেছিল এই পান্নুন। সম্প্রতি পান্নুনের বেশ কিছু অডিও মেসেজ এসেছে, যেখানে ভারতের ঐক্যবদ্ধতা এবং সংহতিকে চ্যালেঞ্জ জানানো হচ্ছিল।
গুরুপাতোয়ান্ত সিং পান্নুনের বড় হয়ে ওঠা পাঞ্জাবে (Punjab)। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে সে। সেখানে থেকে আইনে ডিগ্রি লাভ করে। এরপরই দেশবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। পাঞ্জাবকে ভারত থেকে আলাদা করে খলিস্তান করার দাবি জানায়। ২০২০ সালে পান্নুনকে পলাতক ঘোষণা করা হয়েছিল। এরপর ২০২২ সালের ৭ জুলাই তাকে জঙ্গি (Terrorist) ঘোষণা করে ভারত সরকার। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু দু’বার ইন্টারপোল সেই প্রস্তাব খারিজ করে দেয়। সারাদেশে মোট ১৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে, যার মধ্যে ৯টি মামলা রয়েছে UAPA।
কানাডায় যখন খলিস্তানি (Khalistan) ইস্যু মাথা ছাড়া দিচ্ছে তখন ফের সামনে আসে এই পান্নুনের নাম। ভারতে অশান্তির বিষ ছড়ানোর ক্ষেত্রে এই পান্নুন জড়িত। উল্লেখ্য, দিন কয়েক আগেই চণ্ডীগড় এবং অমৃতসরে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনআইএ।