‘হিন্দুস্তান মুর্দাবাদ! মোদি হিটলার!’ মন্দিরের দেওয়ালে লিখল খালিস্তানিরা, চলল ভাঙচুরও!

বাংলা হান্ট ডেস্ক : এবার অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে ধর্মবিদ্বেষ। সে দেশে একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় খলিস্তানিদের বিরুদ্ধে। এমনকি হামলার পরে ভারতবিরোধী স্লোগানও লেখা হয় মন্দিরের দেওয়ালে। স্লোগান লেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও। মেলবোর্নের ঘটা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এক খলিস্তানি (Khalistani) জঙ্গির অনুগামীরা। এমনই জানিয়েছে অস্ট্রেলিয় প্রশাসন। ঘটনার পর একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, জানা গিয়েছে মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে (Swaminarayan Temple) গত মঙ্গলবার হামলা চালায় একদল খলিস্তানি। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানানো হয়েছে, হামলার পিছনে রয়েছে খলিস্তানি জঙ্গি ভিন্দ্রাওয়ালার অনুগামীরা। আলাদা খলিস্তান রাজ্যের অন্যতম প্রধান দাবিদার ছিলেন ভিন্দ্রাওয়ালা। অন্তত ২০ হাজার হিন্দু ও শিখকে হত্যা করার অভিযোগ ছিল এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে। অপারেশন ব্লু স্টারে এই জঙ্গিকে নিকেশ করা হয়।

   

australia 2

এলাকার বাসিন্দারা সকালে মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান দেখতে পান। এক ব্যক্তি জানান, ‘আমি সকালে উঠে মন্দিরে গিয়ে দেখি হিন্দু বিরোধী স্লোগানে দেওয়াল ভরে গিয়েছে। খলিস্তানিরা যেভাবে হিন্দুদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করেছে, তা দেখে আমার সত্যি ভয় লাগছে।’ এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। অস্ট্রেলিয়ার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

মেলবোর্নের নির্বাচিত প্রতিনিধি ইভান মুলহল্যান্ডও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘ভিক্টোরিয়ার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে এই ভাঙচুরের ঘটনা। এরকম পবিত্র সময়ে হিন্দুদের প্রতি এই রকম বিদ্বেষমূলক আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।’ জানা গিয়েছে, মেলবোর্নের হিন্দুরা সম্মিলিতভাবে এই হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করছে বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর