অস্ট্রেলিয়ায় তেরঙ্গা হাতে চলা ভারতীয়দের উপর হামলা খালিস্তানি সমর্থকদের, জখম পাঁচ

বাংলা হান্ট ডেস্ক : ফের তুলকালাম অস্ট্রেলিয়া (Australia)। এবার ক্যাঙ্গারুর দেশে ভারতীয়দের উপরে হামলা চালাল খালিস্তান পন্থীরা। ঘটনায় আহত হয়েছেন ৫ ভারতীয়। এমনকি, ছিঁড়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকাও। শুধু তাই নয়, ভারতীয়দের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে সেগুলি ভেঙে দেওয়া হয়। জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘটেছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল খালিস্তানপন্থীদের (Khalistan Movement) আক্রমণের সেই ভিডিও।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয়দের উপর ভয়ংকর হামলা চালাল খালিস্তানপন্থীরা। বিজেপি নেতা মনজিন্দর সিং সির্সা নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে খালিস্তান পন্থীরা জাতীয় পতাকা নিয়ে মেলবোর্নের রাস্তায় মিছিল করা ভারতীয়দের উপরে হামলা চালাচ্ছে।’ অপর একটি ভিডিওতে দেখা গিয়েছে মেলবোর্নে ফেডারেশন স্কোয়ারে একত্র হয়ে ভারতীয়দের উপরে আক্রমণ চালাচ্ছে খালিস্তানপন্থীরা। তাঁদের মারধর করছে। ঘটনায় ৫ ভারতীয় আহত হয়েছে বলে খবর।

ভিডিওতে দেখা গিয়েছে ভারতীয়দের উপরে হামলার সময় তেরঙ্গা মাটিতে ফেলে তার উপরে পা দিয়ে ছিঁড়ছে খালিস্তানপন্থীরা। সেই সঙ্গে তরোয়াল উঁচিয়ে খালিস্থানের সমর্থনে স্লোগান দিতেও শোনা যায় তাঁদের। গত এক বছর ধরে আবারও জেগে উঠেছে খালিস্থানপন্থী জঙ্গিরা। পাঞ্জাবে লুধিয়ানায় বিস্ফোরণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় ত্রুটির ঘটনায় খালিস্তান পন্থীদের হাত রয়েছে বলে জানা যাচ্ছে।

গোয়েন্দা সূত্রে খবর পাকিস্তান এবার খালিস্তান পন্থী জঙ্গিদের উস্কানি দিতে শুরু করেছে। ১৫ অগাস্টের দিল লালকেল্লায় কৃষকদের অভিযানের সময় ধুন্ধুমার ঘটনা ঘটানোর পিছনেও ছিল খালিস্তানপন্থী জঙ্গিদের হাত। সেখানে লালকেল্লা থেকে জাতীয় পতাকা মাটিতে নামিয়ে এনেছিল আন্দোলনকারীরা। পরে অবশ্য কৃষক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় তাঁরা এই ধরনের কোনও হিংসাত্মক আন্দোলন করেনি।

Sudipto

সম্পর্কিত খবর