বাংলা হান্ট ডেস্ক : উত্তপ্ত পাঞ্জাব (Punjab)। বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের প্রধান তথা খালিস্তান সমর্থক অমৃতপাল সিং (Amrit Pal Singh) এর সমর্থকরা। অমৃতপালের সহকর্মী লাভপ্রীত তুফানকে গ্রেফতার করে পুলিস। তার প্রতিবাদেই তাঁর সমর্থকরা আজনালা থানার বাইরে মারাত্মক অশান্তির সৃষ্টি করে। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনায় এখনও পর্যন্ত ছয় পুলিস কর্মীর আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) হুমকিও দেন অমৃতপাল সিং। তিনি বলেন, ‘অমিত শাহ বলেছিলেন যে তিনি খালিস্তান আন্দোলনকে সফল হতে দেবেন না। আমি বলেছিলাম যে ইন্দিরা গান্ধীও সেই চেষ্টাই করেছিলেন। একই কাজ করলে ফল ভোগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি হিন্দু রাষ্ট্রের দাবিদারদের জন্য একই কথা বলেন, তাহলে দেখব তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে কিভাবে থাকতে পারেন।’
অমৃত এদিন আরও বলেন, ‘মানুষ যদি হিন্দু রাষ্ট্রের দাবি করতে পারেন তাহলে আমরা কেন খালিস্তান দাবি করতে পারব না? খালিস্তানের বিরোধিতা করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে (India Gandhi) মূল্য চোকাতে হয়েছে। কেউ আমাদের থামাতে পারবে না, সে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ বা ভগবন্ত মান যেই হোক বা কেন।’
Save Punjab before it's too late.
Location: Ajnala police station. pic.twitter.com/02P2eRasr1— Anshul Saxena (@AskAnshul) February 23, 2023
এই প্রথম নয়, এর আগেও অমৃতপাল সিং এক অনুষ্ঠানে অমিত শাহকে হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘পাঞ্জাবের প্রতিটি শিশু খালিস্তানের কথা বলে। ইন্দিরা গান্ধীও চাপা দেওয়ার চেষ্টা করে ছিলেন, ফলাফল কী হয়েছিল তা সবাই জানে। অমিত শাহও নিজের ইচ্ছা পূরণ করে নিন। আমরা আমাদের শাসন চাইছি, অন্য কারও নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েক দিন আগেই খালিস্তান সমর্থকদের বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন। পাঞ্জাবে খালিস্তান সমর্থকদের উপর সরকারের কড়া নজর রয়েছে বলেও দাবি করেব স্বরাষ্ট্র মন্ত্রী।
অমৃতপালের সহযোগীকে গ্রেফতারের প্রতিবাদে, এদিন আজনালা থানায় তলোয়ার ও বন্দুক নিয়ে হামলা চালায় খালিস্তানিরা। ভেঙে দেওয়া হয় পুলিসের ব্যারিকেড। অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী লাভপ্রীত তুফানের গ্রেফতারের প্রতিবাদে চলে বিক্ষোভ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরিস্থিতি। সংবাদমাধ্যমের পর্দায় ও সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও।