নিজ্জরের খুনে মাথা খারাপ, বিদেশে ভারতীয় কূটনীতিকদের হুমকি খালিস্তানিদের! ক্ষুব্ধ ভারত

বাংলা হান্ট ডেস্ক : খালিস্তানিদের (Khalistani) ভারত বিরোধী আন্দোলন (Anti India Slogan) ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। হরদীপ সিং নিজ্জার হত্যার প্রতিবাদে শনিবার 8 জুলাই খালিস্তানিপন্থীরা (Khalistani) মার্কিন যুক্তরাষ্ট্রের (United State of America) লন্ডনে ভারতীয় হাইকমিশন ভবনের বাইরে জড়ো হয় খালিস্তানি সন্ত্রাসবাদী ।

সংবাদমাধ্যম সূত্রে খবর প্রায় ৪০-৫০ জন খালিস্তানি শনিবার দুপুর ১২:৩০ থেকে ২:৩০ টার মধ্যে পতাকা ও ব্যানার নিয়ে ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখান। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং বার্মিংহামে ভারতের কনসাল জেনারেল ডঃ শশাঙ্ক বিক্রমের বিরুদ্ধে সহিংসতার উসকানি দেওয়ার পোস্টারও দেখায় এদিন।

কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্টার পরে সেখানে ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়া হয়। ভারতীয় রাজনীতিকদের হত্যাকারী বলা হয়। এই পোস্টার প্রকাশের পরই খালিস্তানিদের ভারতীয় কূটনীতিকদের সরাসরি হুমকি দিতে দেখা গেল। স্থানীয় প্রশাসনের কাছে ভারত তার কূটনীতিকদের সুরক্ষা দাবি করে।

khalistan 2

এর পরই, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। সাংবাদিক আদিত্য রাজ কৌলের মতে, খালিস্তানিদের এই বিক্ষোভের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়। জানা যাচ্ছে, খুব অল্প সংখ্যক মানুষই এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

অন্যদিকে, গতকাল শনিবার ৮ জুলাই মেলবোর্নে ভারতীয় কনস্যুলেটের বাইরে খালিস্তানিরা একই ধরনের বিক্ষোভ দেখায়। তারা অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার মনপ্রীত ভোহরা এবং মেলবোর্নে ভারতের কনস্যুলেট জেনারেল ডাঃ সুশীল কুমারকেও হুমকি দিয়েছে বলে জানা যাচ্ছে।

এই চরমপন্থীরা ‘কিল ইন্ডিয়া’ এবং ‘অস্ট্রেলিয়ায় শহীদ নিজ্জরের খুনিদের মুখ’ লেখা পোস্টারও দেখায়। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া টুডে-এর সাংবাদিক জয় ভরদ্বাজকেও হেনস্তা করা হয়। ভরদ্বাজকে বাধ্য হয়ে পুলিস ডাকতে হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর