বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির! ভিডিও বার্তায় তারিখ জানাল খলিস্তানি জঙ্গি, হইচই দেশজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে ভক্তদের উপরে হামলার অভিযোগ উঠেছিল খলিস্তানপন্থীদের বিরুদ্ধে। এবার সেখান থেকেই হুমকি দিয়ে এল নতুন ভিডিও বার্তা। বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হবে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir), ভিডিও বার্তায় এমনি হুমকি দিয়েছেন খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। হামলার তারিখও বলে দেওয়া হয়েছে বার্তায়।

রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) হামলার হুমকি খলিস্তানি জঙ্গির

অযোধ্যার নবনির্মিত রাম মন্দির (Ayodhya Ram Mandir) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ভিডিও বার্তায়। ঠিক কী বলা হয়েছে? ভিডিও বার্তায় গুরপতবন্ত সিং পান্নুন হুমকি দিয়েছেন, হিন্দুত্ববাদের ভিত হল অযোধ্যা। তাই সেখানকার মাটি কাঁপিয়ে দেওয়া হবে। ভিডিওতে দেশের বেশ কিছু হিন্দু মন্দিরের ছবি দেখানো হয়েছে। তার মধ্যে নরেন্দ্র মোদীর রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের একটি ছবিও রয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ১৬-১৭ ই নভেম্বরের মধ্যেই রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) হবে হামলা।

Khalistani terrorist gave threat to ayodhya ram mandir

কী বলা হয়েছে ভিডিওতে: খলিস্তানি জঙ্গির তরফে আরো বলা হয়েছে, কানাডায় বসবাসকারী একাধিক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নরেন্দ্র মোদীর বিচার ধারা নিয়ে চলেন। কানাডার প্রতি সৎ না হতে পারলে ওই দেশ ছেড়ে চলে যাওয়ার বার্তাও দেওয়া হয়েছে। ভিডিও বার্তায় রাম মন্দিরের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত কানাডার সাংসদ চন্দ্র আর্যকেও হুমকি দিয়েছেন পান্নুন।

আরো পড়ুন : এক মাসে রেকর্ড ব্যবসা, বাংলার বাইরেও দাপট ‘বহুরূপী’র, কত কোটি এল ঝুলিতে?

এর আগেও এসেছে হুমকি: জানিয়ে রাখি, রাম মন্দির (Ayodhya Ram Mandir) এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলার হুমকিও এসেছিল এই খলিস্তানি জঙ্গির তরফে। সেবার পান্নুনকে বলতে শোনা গিয়েছিল, শিখ দাঙ্গার ৪০ তম বর্ষপূর্তি হয়েছে। এই সময়ে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা হতে পারে। তাই ১ লা থেকে ১৯ শে নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে সফর না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

আরো পড়ুন : স্বচ্ছ ভারত মিশনেই বিপুল লক্ষ্মীলাভ! শুধুমাত্র ‘এই’ জিনিস বেচে কোষাগারে এল ২ হাজার কোটি টাকা

কিন্তু কে এই গুরপতবন্ত সিং পান্নুন? খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস এর নেতা তিনি। ২০২০ সালে ইউপিএ আইনে জঙ্গি ঘোষণা করা হয়েছিল তাঁকে। তাঁর সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। বর্তমানে এই খলিস্তানি জঙ্গির আস্তানা মার্কিন যুক্তরাষ্ট্র।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর