খড়্গপুর উপ নির্বাচনের ভোট যথেষ্ট শান্তিপূর্ণ বললেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার

 

পশ্চিম মেদিনীপুর :- ইতিমধ্যেই খড়্গপুর উপ নির্বাচনের ভোট যথেষ্ট শান্তিপূর্ণ বললেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার,তবে তিনি এখনও আশাবাদী যে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মানুষ তৃণমূলকে ভোট দেবে,প্রদীপ সরকার এর বক্তব্য সকাল থেকেই গোটা এলাকায় খবর নিচ্ছি ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে আমাদের কোন অভিযোগ নেই তবে বিক্ষিপ্ত কয়েকটি বুথে পর্যাপ্ত পরিমাণে আলো নেই আলোর ব্যবস্থা করে দিলে বৃদ্ধদের অনেক সুবিধা হয়।

IMG 20191125 WA0015

অন্যদিকে টাকা বিক্রি নিয়ে বিতর্কর মধ্যে জল ঢেলে দিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার তিনি বললেন তৃণমূলের টাকার দরকার নেই বিজেপি বিলাচ্ছে বিভিন্ন জায়গায় আরএসএস-এর লোক ঢুকিয়ে টাকা বিলি করছে,তবে এখনো পর্যন্ত তৃণমূল টাকা বিলি করতে যেয়ে কথা ধরা পড়েনি সে ক্ষেত্রে বিজেপি ধরা পড়েছে তিনি আরো বলেন ইতিমধ্যেই তিনটা অভিযোগ জমা পড়েছে থানায়, গতকাল রাত্রে এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের বাইরে থেকে টাকা লোক আনতে হয় না তৃণমূলের যা কর্মী আছে সেটা যথেষ্ট তবে খড়গপুর বুঝে নিয়েছে আমরা তাদের পাশে আছি অর্থাৎ এক কথায় বলা যেতে পারে মোদি সরকার যে তার পক্ষে পুরো আশাবাদী, তবে লক্ষ্য এবার গননার দিকে

সম্পর্কিত খবর