ইন্টারভিউ ক্র্যাক করলেই কেল্লাফতে! কাজের সুযোগ মিলবে IIT’তে, মিস করলেই পস্তাবেন

বাংলাহান্ট ডেস্ক : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) (Indian Institute of Technology) খড়্গপুর গবেষণাধর্মী কাজের সুযোগ করে দিচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তরদের জন্য। এই মর্মে প্রকাশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু’টি ভিন্ন পদে নিয়োগ (Recruitment) করা হবে কর্মী।

IIT’তে (Indian Institute of Technology) কর্মী নিয়োগ

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। কর্মীদের কাজ করতে হবে প্রতিষ্ঠানের জিএস সান্যাল স্কুল অফ টেলিকমিউনিকেশনে প্রকল্পে। ‘প্রোটোটাইপ ডেভেলপমেন্ট ফর এক্সজিএস-পিওএন ওএল্টি অ্যান্ড ওএনইউ (পিএক্সও)’ প্রকল্পের জন্য এই নিয়োগ করা হবে। টেলিকম সেন্টার্স অফ এক্সেলেন্স এই প্রকল্পে অর্থ সহায়তা করবে।

   

আরোও পড়ুন : নবদ্বীপের যুবককে বিয়ে করতে ব্রাজিলের যুবতী করলেন অভিনব কাণ্ড! শুনে হাঁ নেটিজনরা

IIT’র (Indian Institute of Technology) পক্ষ থেকে জুনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট পাঁচটি শূন্যপদে এই নিয়োগ হবে। দু’বছর সংশ্লিষ্ট প্রকল্পে কাজ করতে হবে কর্মীদের। যথাক্রমে ৩০ ও ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে জুনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য।

আরোও পড়ুন : উদ্দেশ্যে শুধু ‘ডাক্তারি পড়া’! প্রতি বছর ভারত থেকে শয়ে শয়ে পড়ুয়া ছোটেন বাংলাদেশে, কিন্তু কেন ?

বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা। নিযুক্তদের প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিক্তি করে ৫৩,১০০ টাকা এবং ৩৭,০০০ টাকা প্রতিমাসে বেতন হিসেবে দেওয়া হবে। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমগোত্রীয় বিষয়ে বিটেক / বিই / এমটেক / এমই ডিগ্রি থাকলে আবেদন করা যাবে জুনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে। 

iit kgp job (1)

নূন্যতম ৬০% নম্বর থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তরে। অন্য আরও একটি পদের জন্য রয়েছে ভিন্ন যোগ্যতার মাপকাঠি। নথি সহ আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে বলা হয়েছে। আগামী ৮ই আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর