বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ব্যারাকপুরে, পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতির ছেলে

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, কয়লা এবং গরু পাচার মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), আবার অপরদিকে সেই অস্বস্তি আরো বহু গুণে বাড়িয়ে বর্তমানে গাঁজাসহ রাজ্য পুলিশের হাতে ধরা পরল তৃণমূল ব্লক সভাপতি স্বপন বিশ্বাসের (Swapan Biswas) ছেলে। পাঁচ কেজি গাঁজাসহ তাকে এদিন গ্রেফতার করেছে ব্যারাকপুর (Barrackpore) কমিশনারেট পুলিশ অফিসাররা

কি অভিযোগ উঠে এসেছে তৃণমূল ব্লক সভাপতি ছেলের বিরুদ্ধে? এদিন বিপুল পরিমাণ গাঁজা সহ দেবব্রত বিশ্বাসকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ। এক্ষেত্রে বাংলার বিভিন্ন প্রান্তে মাদক বিরোধী অভিযান চালানোর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

তৃণমূল ব্লক সভাপতি স্বপন বিশ্বাস। তিনি দলের উদ্বাস্তু সেলের খড়দহ এলাকার ব্লক সভাপতি। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে যথেষ্ট নামডাক রয়েছে তাঁর আর এবার সেই স্বপন বিশ্বাসের ছেলেকেই গ্রেফতার করলো পুলিশ, যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা খড়দহ এলাকায়।

সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন ধরে গোটা বাংলা জুড়ে মাদক বিরোধী অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ আর সেই অভিযান চলাকালীনই মুড়াগাছা এলাকা থেকে গ্রেফতার হল দেবব্রত বিশ্বাস। সম্প্রতি, উত্তর ২৪ পরগনা জেলার তালবান্দা এলাকা থেকে টুলু বিশ্বাস নামে এক মাদক মাফিয়াকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, পুলিশের হাতে গ্রেফতার হওয়া টুলু বিশ্বাস এবং দেবব্রতকে ইতিমধ্যেই জেরা শুরু করে দিয়েছে পুলিশ।

Untitled design 2022 08 27T172746.021

এক্ষেত্রে গাঁজা পাচারকারীদের মূলচক্রী কে কিংবা এক্ষেত্রে তাদের পরবর্তী পরিকল্পনা কি, সে বিষয়ে জানতে ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে গোয়েন্দা আধিকারিকরা। এই প্রসঙ্গে অবশ্য শাসক দলের কোন প্রতিক্রিয়া মেলেনি। অপরদিকে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির এক নেতা বলেন, “বর্তমানে শাসক দল বাংলার ছেলে মেয়েদের চাকরি দিতে পারছে না আর সেই কারণেই তাদের মাদকের নেশায় লিপ্ত করে চলেছে।”

ad

Sayan Das

সম্পর্কিত খবর