খ‍্যাতি যখন হতাশার কারন

বাংলা hunt ডেস্ক : আইপিএলে হায়দ্রাবাদ বনাম ব‍্যাঙ্গালোর ম‍্যাচের ঘটনা।ম‍্যাচের থেকে বেশি ম‍্যাচের বাইরের একটি ঘটনা নজর কেড়েছিলো সকলের।

কিন্তু এই খ‍্যাতি হতাশার কারণ হয়ে দাড়ালো এই বঙ্গ ললনার।কথা বলছি দিপীকা ঘোষের।আইপিএলে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর ম‍্যাচ চলাকালীন আরসিবি র গ‍্যালারিতে এর উপস্থিতি নজর কেড়েছিলো সকলের।

বিরাটদের খেলার মাঝে বেশ কয়েকবার তার অভিব‍্যক্তি ফুটে উঠেছে টিভির স্ক্রিনে, যা মুহূর্তে ভাইরাল করে দেয় তাকে।প্রসঙ্গত, এই ম‍্যাচে জয়লাভ করেছিলো বিরাটরা, তাই তাকে অনেকেই আসছে বছর প্রতি ম‍্যাচে আনার দাবি জানাচ্ছেন কারন তাদের মতে দীপিকা এই দলের ”

99797 img 20190513 wa0032 লেডি লাক ” !কিন্তু গল্পের শেষ এখানেই নয় , পরবর্তী সময়ে একাধিকবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলিতে ট্রোলের শিকার হয়েছে এই তরুণী।এমনকি এখনও তা আবহমান।জানিয়েছেন গোটা বিষয়টি মানসিক ভাবে বিপর্যস্ত করে দিয়েছে তাকে ।

সম্পর্কিত খবর