আসামের পর এবার হরিয়ানায় চালু হবে নাগরিক পঞ্জী: মনোহরলাল খট্টর, হরিয়ানা মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্ক : অসমের পর এবার নাগরিক পঞ্জি হতে চলেছে হরিয়ানাতে। রবিবার হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রচারে একথাই জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। খট্টরের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুড়াও। এদিন খট্টর পঞ্চকুলায় রাজ্যের ফ্যামিলি আইডেনটিটি কার্ড তৈরি হওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি জানা গিয়েছে অসম ঘুরে নাগরিক পঞ্জি দেখে একটা অনুমান করে নেওয়া হবে। তারপর হরিয়ানা তে নাগরিক পঞ্জির তালিকা তৈরি করা হবে। এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি এইচ এস ভাল্লাকে। রাজ্যে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করা প্রয়োজন বলে মনে করছেন খট্টর। খট্টরের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদেশিদের আইন মেনে রাজ্য ছেড়ে যাওয়ার কথা।VBK BHUPINDERSINGHHOODA SKP 1

অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রের মতো ক্ষমতায় আসলে রাজ্যে এনআরসি চালু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় থেকে রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বরা। যদিও শাসক দল এবং মুখ্যমন্ত্রী এনআরসি চালু করার বিরুোধিতা করে মাঠে নেমেছেন প্রচারে। অন্যদিকে গোটা অসম জুড়ে এখন অচলাবস্থা চলছে। 19 লক্ষ নাগরিকের নাগরিকত্ব প্রমান দিতে প্রায় মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। যদিও অনেকেই অসমের হিন্দু হওয়া সত্ত্বেও তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। কিন্তু যদি নাগরিকত্বের প্রমান দিতে না পারেন সেক্ষেত্রে নিজেদের ঘর বাড়ি ছেড়ে ঠাঁই নিতে হবে শরনার্থী শিবিরে। এতদিন অবধি যে সমস্ সুবিধা পেয়ে আসছিল তাঁরা সবটা থেকেই বঞ্চিত হবে।

 

 

সম্পর্কিত খবর