বাংলাহান্ট ডেস্ক: বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে খেয়ালী দস্তিদার (Kheyali Dastidar) নামটা অত্যন্ত সুপরিচিত। বাংলা সিরিয়ালের জন্ম যাঁর হাত ধরে, সেই জোছন দস্তিদারের কন্যা তিনি। বাবার জুতোয় পা গলিয়ে মেয়েও এসেছিলেন অভিনয়ে। থিয়েটার দিয়ে শুরু করে বাবার পরিচালিত সর্বপ্রথম বাংলা সিরিয়াল ‘তেরো সিরিয়াল’এ অভিনয় করেন খেয়ালী। এখনকার যুগের সম্পূর্ণ পরিবর্তিত মেগা সিরিয়ালেও দাপটের সঙ্গে অভিনয় করছেন তিনি। দাদু, মায়ের ধারা বজায় রাখছেন ছেলে আদিত্য সেনগুপ্তও।
অনেকেই জানেন, অভিনেত্রী খেয়ালী দস্তিদার দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন। অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম স্বামী নন। এর আগে দেবাংশু সেনগুপ্তকে বিয়ে করেছিলেন তিনি। আদিত্য তাঁর এবং দেবাংশুর সন্তান। কিন্তু সেই বিয়ে টেকেনি। বিচ্ছেদের পর অরিন্দমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খেয়ালী।
কিন্তু প্রথম বিয়ে ভাঙার পর খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। শুধু তাঁকেই না, ছেলে আদিত্যকেও ওই বয়সেই সমাজের বক্রোক্তির মুখে পড়তে হয়েছিল। একবার দিদি নাম্বার ওয়ানে এসে ওই সময়টার কথা শেয়ার করেছিলেন খেয়ালী। তিনি জানিয়েছিলেন, আদিত্য চাপা স্বভাবের ছিলেন। কিছু বুঝতে না দিলেও অভিনেত্রী বুঝতে পারতেন যে তাঁকেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
এরপরেই খেয়ালী জানান, একদিন স্কুল থেকে এসে আদিত্য তাঁকে বলেছিলেন, স্কুলে সবাই তাঁকে বলেছে, তোর মায়ের দুটো বিয়ে, তোর মায়ের দুটো বর। এমন কেন? ছেলেকে তখন বুঝিয়ে বলেছিলেন খেয়ালী, স্কুলে বলতে যে হ্যাঁ তাঁর মা ডিভোর্সি। সৎ বাবার সঙ্গে থাকেন তিনি।
ওই সময়টা আদিত্যকে বন্ধুর মতো বোঝাতেন খেয়ালী। তিনি বলতেন, এখন তাঁরা কষ্ট পাচ্ছেন। এতে কোটা পূরণ হয়ে যাচ্ছে। কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেই সম্পর্কের আসল মানে বোঝা যায়। অন্যদিকে আদিত্য বলেছিলেন, তাঁকে ভালভাবে বড় করার জন্য নিজের কাজ কমিয়ে দিয়েছিলেন মা খেয়ালী। অথচ মানুষ সেই আত্মত্যাগটা বোঝেন না। তিনি যে এত ভাল পরিবারে বড় হয়েছেন সবটাই তাঁর মা বাবার কৃতিত্ব বলে মন্তব্য করেন আদিত্য।