অনস্ক্রিন বৌয়ের অফস্ক্রিন বিয়েতে হাজির সৌজন‍্য, নীল তৃণার বিয়ে মাতালো ‘খড়কুটো’ পরিবার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রিল লাইফে সৌজন‍্যর সঙ্গে আগেই সেরেছেন বিয়ে (wedding)। গতকাল রিয়েল লাইফের প্রেম নীল ভট্টাচার্য্যের (neel bhattacharya) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গুনগুন ওরফে তৃণা সাহা (trina saha)। অনস্ক্রিন স্ত্রীর অফস্ক্রিন বিয়েতে হাজির ছিলেন সৌজন‍্য ওরফে কৌশিক রায়। তবে শুধু তিনিই নয়, উপস্থিত ছিল ‘খড়কুটো’র (khorkuto) গোটা পরিবারই।

এদিন নীল ব্লেজার ও কালো শার্টে দেখা গেল সৌজন‍্যকে। অনস্ক্রিন বৌয়ের বিয়ে কেমন লাগছে? উত্তরে কৌশিক জানালেন, গুনগুন বাবিনের স্ত্রী। বাস্তবে গুনগুন ও তৃণা একেবারেই আলাদা। আর তৃণা ও নীল দুজনের সঙ্গেই যে তাঁর খুব ভাল বন্ধুত্ব সেটাও জানিয়ে দিলেন কৌশিক।


নীল তৃণার বিয়েতে আমন্ত্রিত ছিল খড়কুটোর পুরো পরিবারই। সাজি, চিনি, পটকা হাসিমুখে সকলের সঙ্গেই ছবির জন‍্য পোজ দিলেন তৃণা। স্ত্রীর সঙ্গে যোগ দিলেন নীলও। খড়কুটোর ফ‍্যানপেজের তরফে ভাইরাল হয়েছে সব ছবিই।

https://www.instagram.com/p/CK58JQjho16/?igshid=bq3cgemrlaou

https://www.instagram.com/p/CK5cKcKB3Ej/?igshid=1mjyt6ivj2x94

https://www.instagram.com/p/CK4OadeBPXw/?igshid=ojvevljx9zin

প্রসঙ্গত, সাবেকি বাঙালি কনের সাজেই সেজেছিলেন তৃণা। লাল বেনারসী, সোনার গয়না মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অপরদিকে নীলের পরনে ছিল লাল ও ঘিয়ের কম্বিনেশনে পাঞ্জাবি ও ধুতি। বর কনের ছবি তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CK4OJ1UhOql/?igshid=fictpcg72qqx

https://www.instagram.com/p/CK4VkOxBa2n/?igshid=rjsepmyg5ukq

সকাল থেকেই কাল সাজো সাজো রব ছিল দুজনের বাড়িতে। ধুমধাম করে আত্মীয় পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ সম্পন্ন হয় নীল তৃণার। থিম মেনে সাদা হলুদ লেহেঙ্গাতে সেজেছিলেন তৃণা। সঙ্গে সর্বাঙ্গে ফুলের সাজ। গালে হলুদ মেখে যেন আরো অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। অপরদিকে নীলের পরনেও ছিল হলুদ ও সাদা পাঞ্জাবি। গায়ে হলুদে তুমুল হুল্লোড় করতে দেখা যায় তাঁকেও।

নীল তৃণার আবদার রাখতে এই হেভিওয়েট বিয়েতে হাজির হতে পারেন মুখ‍্যমন্ত্রী, এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। কোনো জরুরি কাজ না পড়ে গেলে যে তিনি আসবেন তা নিয়েও নিশ্চিত ছিলেন অনেকে। অবশেষে সেই সম্ভাবনাই সত‍্যি হল। কনের বেশে তৃণার সঙ্গে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়।

X