আর দেখা যাবে না গুনগুনের ‘ড‍্যাডি’কে, অভিষেক-প্রয়াণে ‘মোহর’এর মতো শেষ হচ্ছে ‘খড়কুটো’ও?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিষেক চট্টোপাধ‍্যায়ের (Abhishek Chatterjee) আচমকা মৃত‍্যুতে বড় ক্ষতি হয়ে গিয়েছে বাংলার বিনোদন জগতের। ওলট পালট হয়ে গিয়েছে টেলিপাড়াও। দু দুটি জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন অভিষেক। তাঁর অকাল প্রয়াণে শোকের আবহ সেটে। একটি সিরিয়াল তো বন্ধই হয়ে যাচ্ছে। অন‍্যটি অর্থাৎ ‘খড়কুটো’তেও (Khorkuto) আসতে চলেছে বড় বদল।

স্টার জলসার অন‍্যতম জনপ্রিয় মেগা খড়কুটো। সিরিয়ালের মুখ‍্য চরিত্র গুনগুনের ‘ড‍্যাডি’র ভূমিকায় অভিনয় ক‍রতেন অভিষেক। অফস্ক্রিনের মতো অনস্ক্রিনেও মেয়ে ছিল তাঁর কাছে রাজকন‍্যা। গুনগুন ও তাঁর ড‍্যাডির মিষ্টি রসায়ন দর্শকদের খুব পছন্দের ছিল।


আচমকা এমন গুরুত্বপূর্ণ চরিত্রটি হারিয়ে যেতে মুষড়ে পড়েছেন সকলেই। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, গুনগুনের ড‍্যাডির ভূমিকায় কি অন‍্য কোনো অভিনেতাকে দেখা যাবে? সূত্রের খবর মানলে, এবার সিরিয়ালের গল্পে কিছুটা বদল আসবে। এমন ভাবে গল্পটা সাজাতে হবে যাতে গুনগুনের ড‍্যাডি অর্থাৎ অভিষেক চট্টোপাধ‍্যায়ের চরিত্রটির ক‍্যামেরার সামনে আসার প্রয়োজন না পড়ে।

পাশাপাশি শোনা গিয়েছে, খড়কুটোর টাইম স্লটেও বদল আসতে চলেছে। আগামী ৪ ঠা এপ্রিল থেকে নতুন সময়ে দেখা যাবে এই সিরিয়ালটি। এবার থেকে দুপুর দুটোর টাইম স্লটে খড়কুটো সম্প্রচারিত হবে বলে খবর।


অভিষেক চট্টোপাধ‍্যায় অভিনীত অপর একটি সিরিয়াল ‘মোহর’ শেষ হয়ে যাচ্ছে তাঁর মৃত‍্যুর পরেই।চ‍্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজকদের তরফে সিরিয়াল শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় ইতিমধ‍্যেই ভাইরাল হয়েছে মোহরের শেষ দিনের শুটিংয়ের কিছু ছবি। সিরিয়ালের থিম কেক কেটে শুটিং শেষ করা হয় এদিন। গোটা টিম ও কলাকুশলীরা তো উপস্থিত ছিলেনই। রাখা হয়েছিল প্রয়াত অভিষেক চট্টোপাধ‍্যায়ের ছবিও।

রজনীগন্ধার মালা পরানো হয়েছে অভিনেতার ছবিতে। দুপাশে ফুলের স্টিক। ফটোফ্রেমের মধ‍্যে থেকে হাসছেন অভিষেক। তাঁর ছবি মাঝে রেখে লেন্সবন্দি হয়েছে গোটা টিম। অনুরাগীদের মন খারাপ হলেও অনেকেই বলেছেন এটাই সঠিক সিদ্ধান্ত হয়েছে। আদিদেব চরিত্রে অন‍্য কাউকে না নিয়ে সিরিয়ালের গল্প শেষ করে দেওয়াতেই প্রয়াত অভিষেককে সম্মান জানানো হয়েছে বলে মত নেটিজেনদের। এখনো আনুষ্ঠানিক ঘোষনা না হলেও শোনা যাচ্ছে, আগামী ৩ রা এপ্রিল শেষ সম্প্রচার মোহরের।

সম্পর্কিত খবর

X