শ্বশুরবাড়িতে নিজের শাশুড়িকেও ওয়েস্টার্ন পোশাক পরিয়ে ছাড়ল গুনগুন! ভিডিও দেখে হেসে খুন নেটজনতা

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: স্টার জলসার (star jalsha) অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল (serial) ‘খড়কুটো’ (khorkuto)। টক ঝাল মিষ্টি স্টোরি লাইনের দৌলতে সেরা টিআরপির (trp) তালিকায় প্রথম স্থান দখল করে বসেছে খড়কুটো। সিরিয়ালের নায়ক নায়িকা সৌজন‍্য ও গুনগুনের (khorkuto) মজার কাণ্ডকারখানা একেবারে জমিয়ে রেখেছে এই সিরিয়ালকে।

সম্প্রতি খড়কুটো সিরিয়ালের একটি ভিডিও (video) তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে গুনগুনের শ্বশুরবাড়ির সবাইকে ওয়েস্টার্ন ড্রেস পরে দেখা গিয়েছে। শ্বশুর, শাশুড়ি, কাকা, জা, ননদ সকলেই ওয়েস্টার্ন পোশাক পরতে বাধ‍্য হয়েছেন। এমনকি শাশুড়িকেও ওয়েস্টার্ন পোশাক পরিয়ে ছেড়েছে গুনগুন। ভিডিওতে সকলের পোশাক পরীক্ষা করে দেখতে দেখা গিয়েছে তাঁকে।

প্রসঙ্গত, পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে সর্বাধিক টিআরপির তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’। খড়কুটোতে বেশ কিছুদিন ধরেই চলছিল বিয়ে বাড়ির মরশুম। সৌজন‍্য ও গুনগুনের বিয়েকে ব্রহ্মাস্ত্র করেই টিআরপির তালিকায় চড়চড় করে উপরে উঠে চলেছে এই সিরিয়াল।

১১.৮ রেটিং নিয়ে প্রথমে ছিল খড়কুটো, যা কিনা রীতিমতো ভাল রেটিং। গুনগুন ওরফে তৃণা সাহা সোশ‍্যাল মিডিয়ায় দর্শকদের ধন‍্যবাদও জানিয়েছিলেন এত ভাল রেটিংয়ের জন‍্য।

X