লভ বাইট কে দিল? রিল ভিডিও বানাতে গিয়ে কেলেঙ্কারি করলেন ‘খুকুমণি’ দীপান্বিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘খুকুমণি হোম ডেলিভারি’র (Khukumoni Home Delivery) দৌলতে টেলিপাড়ায় এখন বেশ চেনা নাম দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে মুখ‍্য চরিত্রে রয়েছেন তিনি। শুরু হওয়ার পরেই টিআরপি ধরে নিয়েছিল খুকুমণি। একটা সময় তো একাই রক্ষা করেছে চ‍্যানেলের সম্মান। এখন টিআরপি একটু কমলেও জবরদস্ত সংলাপ ও মারপিটের দৃশ‍্যের দৌলতে জনপ্রিয়তা বেশি ফিকে হয়নি খুকুমণির।

অন‍্যদিকে নেটদুনিয়াতেও পরিচিতি বাড়ছে দীপান্বিতার। সেট থেকে প্রায়ই ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল ভরা রিল ভিডিওতে। কিন্তু সম্প্রতি একটি ভিডিওর জেরে বড় কেলেঙ্কারি করে ফেলেছেন দীপান্বিতা।


‘মেরা দিল জিস দিল পে ফিদা হ‍্যায়’ গানে ভিডিও বানিয়েছেন তিনি। শুধু এক্সপ্রেশন দিয়েই অনুরাগীদের মন জয় করে নিয়েছেন তিনি। কিন্তু নেটিজেনদের একাংশের নজর আটকেছে অভিনেত্রীর বুকের খোলা অংশে। একটি শার্ট পরে মেকআপ টেবিলের সামনে বসে ভিডিও বানিয়েছেন দীপান্বিতা।

https://www.instagram.com/reel/CZ0nNZQhG-S/?utm_medium=copy_link

শার্টের উপরের একটি বোতাম খোলা। অভিনেত্রীর গলার কাছে একটা ছোট লাল দাগ দেখা গিয়েছে। নেটনাগরিকদের একাংশের বক্তব‍্য ওটা ‘লভ বাইট’।  একজন সরাসরি প্রশ্ন করেছেন, লভ বাইট টা কে দিল? আবার অনেকে দাবি করেছেন, ওটা লভ বাইট নয়, পাতি ব্রণ। যদিও এই ডামাডোলের মাঝে কোনো কমেন্ট করেননি দীপান্বিতা।

খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের গল্প এক অনাথ মেয়েকে নিয়ে। মামা মামীর খাবারের হোম ডেলিভারির ব‍্যবসা সামলায় সিরিয়ালের নায়িকা খুকুমণি। নিজে হাতে রেঁধে বেড়ে স্কুটিতে করে খাবার পৌঁছে দিতে যায় সে। ঝড় হোক বা বৃষ্টি কখনোই কামাই নেই খুকুমণির।

হোম ডেলিভারি সূত্রেই তার আলাপ বিহানের সঙ্গে। বড়লোক পরিবারের মানসিক ভারসাম‍্যহীন ছেলে বিহান। সৎ মা ও সৎ ভাই মিলে অত‍্যাচার করে তাকে। বিহানকে খাবার দিতে আসা যাওয়া করতে করতেই এই ভিলেনদের বিরুদ্ধে সুর চড়ায় খুকুমণি। এর মাঝেই অবধারিত ভাবে আসে টুইস্ট। বিহানের অন‍্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলেও সে সিঁদুর পরিয়ে দেয় খুকুমণির সিঁথিতে। তারপর থেকেই বিহানের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সে।

সম্পর্কিত খবর

X