বাংলাহান্ট ডেস্ক: মারামারি, কাটাকাটি করেই রাজপুত্তুরের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে খুকুমণি (khukumoni home delivery)। মানসিক ভারসাম্যহীন ‘রাজপুত্তুর’ এর বিরুদ্ধে তার পরিবারের সদস্যরাই ভিলেন। তাই প্রথম থেকে খুকুমণিই তার পাশে দাঁড়িয়ে রক্ষা করে আসছে। এবার রাজপুত্তুরের সঙ্গে নিজের ফুলশয্যার দায়িত্বটাও নিল খুকুমণিই।
কে এই রাজপুত্তুর? আসলে নিজের স্বামী বিহানকেই রাজপুত্তুর বলে ডাকে খুকুমণি। মাস খানেক আগে শুরু হওয়া এই সিরিয়ালের গল্প এক অনাথ মেয়েকে নিয়ে। মামা মামীর খাবারের হোম ডেলিভারির ব্যবসা সামলায় সিরিয়ালের নায়িকা খুকুমণি। নিজে হাতে রেঁধে বেড়ে স্কুটিতে করে খাবার পৌঁছে দিতে যায় সে। ঝড় হোক বা বৃষ্টি কখনোই কামাই নেই খুকুমণির।
সিরিয়ালের ট্যাগলাইন ‘শীত গ্রীষ্ম বর্ষা যেকোনো সময় অর্ডার দিন, খাবার পৌঁছে যাবে ৩৬৫ দিন’, একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলে খুকুমণি। হঝম ডেলিভারি সূত্রেই তার আলাপ বিহানের সঙ্গে। বড়লোক পরিবারের মানসিক ভারসাম্যহীন ছেলে বিহান। সৎ মা ও সৎ ভাই মিলে অত্যাচার করে তাকে। বিহানকে খাবার দিতে আসা যাওয়া করতে করতেই এই ভিলেনদের বিরুদ্ধে সুর চড়ায় খুকুমণি।
এর মাঝেই অবধারিত ভাবে আসে টুইস্ট। বিহানের অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলেও সে সিঁদুর পরিয়ে দেয় খুকুমণির সিঁথিতে। তারপর থেকেই বিহানের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সে। মানসিক ভারসাম্যহীন বিহান এবার আবদার জানিয়েছে, তারও ফুলশয্যা করতে হবে।
https://www.instagram.com/p/CYdpPhQNAiS/?utm_medium=copy_link
তার তোড়জোড়ের মাঝেই বিহানের সৎ ভাই এসে দাদার মাথায় দুধ ঢেলে দেয়। তখনি রাজপুত্তুরের জন্য রুটি ও ঝোলা গুড় নিয়ে ঘরে ঢুকছিল খুকুমণি। স্বামীর উপর অত্যাচার হচ্ছে দেখেই পালটা মারে ভিলেন ভাইকে মেঝেতে কাত করে দেয় সে। মুখে ঠুসে ধরে ঝোলা গুড়ে ডোবানো রুটি। সঙ্গে মারকাটারি সংলাপ, ‘গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, খুকুমণির রান্না চেটেপুটে খা!’
বিহানের সঙ্গে নিজের ফুলশয্যা করার দায়িত্ব খুকুমণিই নিয়ে নিয়েছে। নিজের হাতেই স্বামীকে সাজাবে সে। এদিকে প্রোমো দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনেকে রাগও দেখিয়েছেন, রোজ রোজ খাবার নষ্ট করা দেখানো হচ্ছে সিরিয়ালে। এতে সমাজের কাছে ভুল বার্তা যাচ্ছে বলেও অভিযোগ করেছে নেটনাগরিকদের একাংশ।