‘ধাপার ফুলকপি’ শাশুড়িমা জব্দ! চক-স্লেটের বদলে খুকুমণির হাতের তালুতেই হাতেখড়ি দিল বিহান

বাংলাহান্ট ডেস্ক: শুরু থেকে দুরন্ত সংলাপ আর ধামাকাদার মারপিটের দৃশ‍্য দেখিয়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছে ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni home delivery)। সিরিয়ালের শুরুতে রোজ পাঁচশো লোককে রেঁধে খাওয়ানোর কথা বললেও এখন স্বামী ‘রাজপুত্তুর’ থুড়ি বিহানের দেখাশোনাতেই ব‍্যস্ত থাকে খুকুমণি। আসন্ন সরস্বতী পুজোতে বিহানের হাতেখড়িও দেওয়াবে সে।

মানসিক ভারসাম‍্যহীন বিহানকে তার পরিবারের প্রায় কেউই পছন্দ করে না।  সৎ মা ও সৎ ভাই মিলে অত‍্যাচার করে তাকে। বিহানকে খাবার দিতে আসা যাওয়া করতে করতেই এই ভিলেনদের বিরুদ্ধে সুর চড়ায় খুকুমণি। এর মাঝেই অবধারিত ভাবে আসে টুইস্ট। বিহানের অন‍্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হলেও সে সিঁদুর পরিয়ে দেয় খুকুমণির সিঁথিতে।

IMG 20220202 195147
তারপর থেকেই বিহানের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে। এখন খুকুমণিই হয়ে উঠেছে তার প্রধান আশ্রয়। ভিলেন শাশুড়ি মা, দেওরদের থেকে স্বামীকে বাঁচাতে সর্বদা তৎপর সে। তাতে মারপিট করতে হলে তাও সই। নিজের স্বামী বিহানকেই রাজপুত্তুর বলে ডাকে খুকুমণি। এর আগে নিজে বিহানের জন‍্য ফুলশয‍্যার আয়োজন করেছিল খুকুমণি। এবার তার হাতেখড়িও দেওয়াবে সে।

সদ‍্য প্রকাশ‍্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে, মা সরস্বতীর সামনে রাজপুত্তুরকে হাতেখড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুকুমণি। প্রথমে কী লিখতে চায় বিহান? উত্তরে খুকুমণির রাজপুত্তুর জানায়, সে লিখবে ‘মা’। সৎ মায়ের অত‍্যাচার সয়ে সয়ে বড় হওয়া বিহান কখনোই মায়ের আদর ভালবাসা পায়নি।

হাতেখড়ির সময়েও তাকে বাধা দেয় সৎ মা। স্লেট চক কেড়ে নিয়ে তিনি ঘোষনা করেন, বিহানের হাতেখড়ি হবে না। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায় খুকুমণি। ‘ধাপার ফুলকপি ফুলটুসি শাশুড়িমা’কে জব্দ করতে নিজের হাতটাই সে বাড়িয়ে দেয় স্বামীর দিকে। মার্কার পেন দিয়ে তার হাতের তালুতেই ‘মা’ লিখতে।

https://www.instagram.com/p/CZduC9bIWlx/?utm_medium=copy_link

খুকুমণির মারকাটারি সংলাপ শুনে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। যদিও অনেকেরই বেশ মনে ধরেছে নতুন প্রোমোটি। তবে সিরিয়ালটিতে যেভাবে খাবার নষ্ট করা হয় দেখানো হয়, তা বন্ধ হলেই খুশি হবেন অধিকাংশ দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর