বাংলাহান্ট ডেস্ক: শেষ হল ‘কী করে বলব তোমায়’এর পথচলা, কাজ ফুরোলো স্বস্তিকা দত্তের (swastika dutta)। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার এই সিরিয়াল। প্রথমে খোলসা করে না বললেও পরে নিজেই এই গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন ‘রাধিকা’। অবশেষে এসেই গেল সেই দিন।
শনিবারই শেষ শুটিং হল ‘কী করে বলব তোমায়’। শেষ বারের মতো রাধিকা সাজলেন স্বস্তিকা। শুট শেষ হল, গোটা টিমের সঙ্গে ছবিও তোলা হল। সবশেষে সোশ্যাল মিডিয়ায় সব স্মৃতি রোমন্থন করে আবেগঘন হয়ে উঠলেন স্বস্তিকা। তাঁর লেখায় স্পষ্ট মনখারাপের ছাপ। প্রায় দেড় বছরের স্মৃতি বলে কথা!
সিরিয়াল শেষের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, ২৬ নভেম্বর শুরু হয়েছিল আর ২৩ জুলাই সফর শেষ হল। কিন্তু রাধিকা সবসময় তাঁর কাছে আপন হয়ে থাকবে। চরিত্রটি তাঁকে অনেক কিছু দিয়েছে। সিরিয়ালের লেখকদের, চ্যানেলকে, গোটা টিমকে ধন্যবাদ দিয়েছেন তিনি তাঁকে এর অংশ করার জন্য। তবে সফর শেষেও আগামীকাল আরো একবার কলটাইম পাওয়ার জন্য মন টানছে স্বস্তিকার।
এর আগে শোনা গিয়েছিল কী করে বলব তোমায় এর সিক্যুয়েল আসছে। তাতে নায়িকা স্বস্তিকাই হবেন। এছাড়া আর কোনো মিল নেই প্রথম অংশের সঙ্গে। গল্প সহ নায়কও বদলে যাবে বলে খবর। তবে আগের টাইম স্লটেই এই নতুন সিরিয়াল দেখা যাবে বলে খবর ছিল। নতুন সিরিয়ালের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু সব ঠিক হয়েও মন ভেঙে গেল দর্শকদের। জানা গিয়েছে, আসছে না কী করে বলব তোমায় এর সিক্যুয়েল।
https://www.instagram.com/p/CRrU3V8sA11/?utm_medium=copy_link
অভিনেত্রী জানান, এখন কিছু সময়ের জন্য মেগা সিরিয়াল থেকে তিনি বিরতি নেবেন। স্বস্তিকাকে একভাবে সিরিয়ালে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন দর্শকরা। একঘেয়েমি কাটাতে এই সিদ্ধান্ত তাঁর। এখন কিছুদিন অবসরে থাকবেন তিনি। নতুন লুকে এসেছেন স্বস্তিকা, রয়েছে নানান পরিকল্পনাও। তবে আপাতত রাধিকার স্মৃতিতেই মজে তিনি।