করিনার ভাইয়ের জন্মদিনে ‘দেশি’ পোশাকে কিয়ারা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২০১৪ সালে অক্ষয় কুমারের প্রোডাকশনে ‘ফাগলি’ ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখেন তিনি। কিন্তু ছবির সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ও দর্শকদের মন কাড়তে বাধ্য হয়। এরপর দীর্ঘ বিরতি। তারপর ফের ৪ বছর পর ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বড়পর্দায় ফিরলেন। এরপরেই তাঁর কেরিয়ারের গ্রাফ পরিবর্তন হতে শুরু করে। কথা হচ্ছে কিয়ারা আডবানীকে নিয়ে। একটা সময় অভিনয় দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করতে ব্যর্থ হয়েছিলেন। আর এখন তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি স্টাইল স্টেটমেন্ট দিয়েও অনুরাগীদের মন জয় করে নিয়েছেন কিয়ারা। সম্প্রতি করিনা কাপুর খান ও করিশ্মা কাপুরের ভাই আরমান জৈনের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে আলাদাভাবে নজর কাড়েন অভিনেত্রী। এদিন সম্পূর্ণ ট্র্যাডিশনাল পোশাকে ধরা দিয়েছিলেন কিয়ারা।

https://www.instagram.com/p/B8IZhZ1HPDJ/?utm_source=ig_web_copy_link

অভিনেত্রীর পরনে ছিল ল্যাভেন্ডার রঙের লেহেঙ্গা, তার সঙ্গে নীল ওড়না। গলায় মানানসই অলঙ্কার ও হালকা মেকআপ। চুল রেখেছিলেন খোলা। এই লুকেই বাজিমাত করলেন কিয়ারা। অনুষ্ঠানে উপস্থিত হতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। তাদের অনুরোধ মেনে একাধিক পোজও দেন কিয়ারা। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ওঠে প্রশংসার ঝড়। নেটিজেনরা এককথায় স্বীকার করে নিয়েছেন সত্যিই অসাধারন দেখাচ্ছে কিয়ারাকে।

প্রসঙ্গত, এই মুহূর্তে অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আডবানী। ২০২০ সালের মার্চ থেকে মে মাসের মধ্যেই চার চারটি বিগ বাজেট ছবি মুক্তি পেতে চলেছে কিয়ারার। তার মধ্যে রয়েছে লক্ষ্মী বম্ব, ইন্দু কি জওয়ানি, শেরশাহ, ভুলভুলাইয়া টু-এর মতো ছবি।

X