লাল হট পোশাকে জমিয়ে নাচলেন কিয়ারা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: ২০১৪ সালে অক্ষয় কুমারের প্রোডাকশনে ‘ফাগলি’ ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখেন কিয়ারা আডবানী (Kiara Advani)। কিন্তু ছবির সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ও দর্শকদের মন কাড়তে বাধ্য হয়। এরপর দীর্ঘ বিরতি। তারপর ফের ৪ বছর পর ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বড়পর্দায় ফিরলেন। এরপরেই তাঁর কেরিয়ারের গ্রাফ পরিবর্তন হতে শুরু করে। কথা হচ্ছে কিয়ারা আডবানীকে নিয়ে। একটা সময় অভিনয় দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করতে ব্যর্থ হয়েছিলেন। আর এখন তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন।

kiara advani Photos 14

অভিনয়ের পাশাপাশি স্টাইল স্টেটমেন্ট দিয়েও অনুরাগীদের মন জয় করে নিয়েছেন কিয়ারা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, লাল রঙের একটি ‘হট’ পোশাকে জমিয়ে নাচছেন কিয়ারা। তাঁর চারিদিকে ক্যামেরা। ফোকাস করা রয়েছে তাঁর ডান্স মুভসের ওপর। মাঝে তিনি মধ্যমণি হয়ে দেখাচ্ছেন তাঁর ‘জলবা’।

ভিডিও দেখে বোঝা যাচ্ছে, সম্ভবত কোনও ছবি বা ডান্স অ্যালবামের জন্যই এই ভিডিও শুট করছেন তিনি। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। ১৬ হাজারের ওপর লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে। প্রচুর মানুষ শেয়ারও করেছেন এই ভিডিও। কিয়ারার ডান্স মুভস দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তিনি যে যথেষ্ট সাবলীল ভাবে নাচতে পারেন সেটা তাঁর ভিডিও দেখেই স্পষ্ট।

https://www.instagram.com/p/B9TTqktHwN1/?utm_source=ig_embed

প্রসঙ্গত, এই মুহূর্তে অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আডবানী। ২০২০ সালের মার্চ থেকে মে মাসের মধ্যেই চার চারটি বিগ বাজেট ছবি মুক্তি পেতে চলেছে কিয়ারার। তার মধ্যে রয়েছে লক্ষ্মী বম্ব, ইন্দু কি জওয়ানি, শেরশাহ, ভুলভুলাইয়া টু-এর মতো ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর