মহিলা IPL শুরুর আগে মুম্বাইয়ে আগুন ঝড়ানো পারফরম্যান্স কিয়ারা ও কৃতির! মুখোমুখি মুম্বাই ও গুজরাট

Last Updated:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুর্দান্তভাবে সম্পন্ন হলো মহিলা আইপিএলের (WPL) উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অংশ হিসাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের ট্রফি উন্মোচনের  জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তার আগে দুর্দান্ত পারফরম্যান্স করে আসর জমিয়ে দেন বলিউডের (Bollywood) তারকা অভিনেত্রী কিয়ারা আডভানি (Kiara Advani) এবং কৃতি শ্যানন (Kriti Shanon)। সেই সঙ্গে পাঞ্জাবি পপ তারকা এপি ধিলোনের একটি দুর্দান্ত পারফরম্যান্সও দেখা গিয়েছে।

কিয়ারা এবং কৃতির পারফরম্যান্সের পরে সঞ্চালক মন্দিরা বেদি বিসিসিআই কর্মকর্তাদের মঞ্চে আহ্বান জানিয়েছিলেন। এরপর সকল দলের  অধিনায়কদের মঞ্চে ডাকা হয় এবং এবং ট্রফি উন্মোচন করে ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করা হয়। এরপর টস হয় যেখানে গুজরাট জায়ান্টস অধিনায়ক বেথ মুনি প্রথমে টসে জিতে হরমনপ্রীতের মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: হেইলি ম্যাথিউস, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হরমনপ্রীত কৌর (অধিনায়ক), ন্যাট সাইভার-ব্রান্ট, অ্যামেলিয়া কের, আমানজ‍্যোৎ কৌর, পূজা ভাস্ত্রকার, হুমাইরা কাজী, ইসি ওয়াং, জিন্তিমনি কলিতা, সাইকা ইশাক

গুজরাট জায়ান্টস একাদশ: বেথ মুনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাব্বিনেনি মেঘনা, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, দয়ালান হেমলথা, জর্জিয়া ওয়ারহাম, স্নেহ রানা, তনুজা কানওয়ার, মনিকা প্যাটেল, মানসী জোশি

সম্পর্কিত খবর

X