বলিউডের কনটেন্টে জোর নেই, সিনেমা চলবে কীকরে? হিন্দি-বিতর্কের পর ফের কটাক্ষ ছুঁড়লেন কিচ্চা সুদীপ

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি আর রাষ্ট্রভাষা নেই, এমন মন্তব‍্য করে বলিউডের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষনা করেছিলেন দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপ (Kiccha Sudeep)। অজয় দেবগণের সঙ্গেও বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তিনি। বিতর্কের জের ছিল অনেকদিন ধরে। এবার ফের বলিউডের বিরুদ্ধে খড়গহস্থ কিচ্চা সুদীপ। সুযোগ পেতেই ফের ঠুকলেন হিন্দি ইন্ডাস্ট্রিকে।

কিচ্চা সুদীপ আপাতত ব‍্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বিক্রান্ত রোনা’র প্রচার নিয়ে। এটিই তাঁর কেরিয়ারের সবথেকে বড় ছবি হতে চলেছে। দুর্দান্ত ভিএফএক্স, বড় সেট নিয়ে ৯৫ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে এই প‍্যান ইন্ডিয়া ছবি। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি।

Kiccha Sudeep Movies List
কিচ্চা সুদীপ বলেন, ৩-৪ বছর আগে তাঁরা যে স্বপ্নটা দেখেছিলেন সেটা এখন বাস্তব হতে চলেছে। তাই উচ্ছ্বাস দ্বিগুণ। গত এক দেড় বছর ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবি বলিউডের উপর দিয়ে যাচ্ছে। হিন্দি ইন্ডাস্ট্রির প্রায় ডুবন্ত অবস্থা। এ বিষয়েও এক বিষ্ফোরক মন্তব‍্য করেন কিচ্চা সুদীপ।

তাঁর পরিস্কার কথা, কনটেন্ট ভাল হলেই ছবি হিট হয়। সারা দেশে ছড়িয়ে পড়ে ভাল গল্পের ছবি। তাঁদের জোর করে কিছু করতে হয়নি। দর্শকরা এমনিই ভালবেসেছে তাদের কনটেন্টকে। বলিউডের গল্পে জোর নেই বলেই মত কিচ্চা সুদীপের। তবে তিনি এও জানান, দক্ষিণেও হিন্দি ছবি দেখা হয়।

শোলে, হাম দিল দে চুকে সনম, হাম সাথ সাথ হ‍্যায়, কভি খুশি কভি ঘম এর মতো ছবি দেখেছেন তাঁরা। ভাষাটা কোনো বাধা নয়। তবে দর্শককে যদি এমন কিছু দেওয়া যায় যা তারা আগে দেখেনি তবেই সেই ছবি হিট হবে বলে মত কিচ্চা সুদীপের।

প্রসঙ্গত, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম কিচ্চা সুদীপ। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। সলমন খানের ‘দাবাং থ্রি’তে খলনায়কের চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে।

এর আগে তিনি বলেছিলেন, “হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। ওরা (বলিউড) আজকাল সর্বভারতীয় ছবি বানাচ্ছে। ওরা সাফল‍্য পাওয়ার জন‍্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছে না। আজ আমরা যে ছবিগুলো বানাচ্ছি সেগুলো সারা বিশ্বের দর্শক দেখছে।”

Niranjana Nag

সম্পর্কিত খবর