না জেনেই কথা বলেছেন অজয়, টুইট যুদ্ধ শেষ করেও খোঁচা মারতে ছাড়লেন না কিচ্চা সুদীপ

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি ভাষা নিয়ে বিতর্ক। আর তা নিয়েই টুইট যুদ্ধে নামলেন অজয় দেবগণ (Ajay Devgan) ও কিচ্চা সুদীপ (Kiccha Sudeep)। শেষমেষ কন্নড় অভিনেতা নিজেই যুদ্ধে ইতি টানলেন। তবে বিবাদ শেষ করলেও শেষ খোঁচাটা তিনিই মারলেন অজয়কে।

শুরুটা করেছিলেন কিচ্চা সুদীপই। তিনি দাবি করেন, “হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। ওরা (বলিউড) আজকাল সর্বভারতীয় ছবি বানাচ্ছে। ওরা সাফল‍্য পাওয়ার জন‍্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছে না। আজ আমরা যে ছবিগুলো বানাচ্ছি সেগুলো সারা বিশ্বের দর্শক দেখছে।”

IMG 20220427 180624
এরপরেই পালটা অজয় লেখেন, ‘আমার ভাই, আপনার কথা অনুযায়ী হিন্দি যদি আমাদের রাষ্ট্রীয় ভাষা না হয় তাহলে আপনি নিজের মাতৃভাষায় তৈরি ছবিগুলিকে হিন্দিতে ডাবিং করে কেন রিলিজ করেন? হিন্দি আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা ছিল, আছে আর চিরদিন থাকবে। জন গণ মন।’

ব‍্যস, কটাক্ষ পালটা কটাক্ষে শুরু টুইট যুদ্ধ। অজয়কে উত্তর দিয়ে কিচ্চা সুদীপ লেখেন, হিন্দি ভাষা নিয়ে যে মন্তব‍্যটা তিনি করেছিলেন সেটা সম্পূর্ণ অন‍্য বিষয়ে। কিন্তু সম্ভবত অজয় ভুল বুঝে প্রতিক্রিয়া দিয়েছেন। গোটা বিষয়টা বরং সামনাসামনি দেখা হলে তিনি অজয়কে বুঝিয়ে বলবেন বলে মন্তব‍্য করেছেন অভিনেতা। সঙ্গে এও জানিয়েছেন, তিনি কাউকে আঘাত ক‍রার জন‍্য বা বিতর্ক সৃষ্টি করার জন‍্য কোনো মন্তব‍্য করেননি।

পালটা অজয় টুইট করেন, ‘তুমি আমার বন্ধু। ভুল বোঝাবুঝিটা পরিষ্কার করার জন‍্য ধন‍্যবাদ। আমি চিরদিন ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটাই ভেবে এসেছি। আমরা সব ভাষাকে সম্মান করি, আর চাই সবাই আমাদের ভাষাকেও সম্মান করুক। হয়তো অনুবাদে কোথাও ভুল থেকে গিয়েছিল।’

টুইট যুদ্ধ শেষ করেও খোঁচা দিতে ছাড়েননি কন্নড় অভিনেতা। তাঁর কথায়, গোটা বিষয়টা না জেনেই কথা বলাটা ঠিক নয়। তবে তার জন‍্য তিনি অজয়কে দোষ দেন না। কিন্তু এই বিতর্কের জন‍্য না হয়ে যদি কোনো সৃজনশীল কাজের জন‍্য অজয় তাঁর প্রশংসা করতেন তবে তিনি খুশি হতেন বলে জানিয়েছেন কিচ্চা সুদীপ।


Niranjana Nag

সম্পর্কিত খবর