বাংলাহান্ট ডেস্ক: কে বড়, বলিউড (Bollywood) নাকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি? বেশ কিছু সময় ধরে এই দ্বন্দ্ব চলছে সিনেপ্রেমীদের মধ্যে। ঠাণ্ডা লড়াই চলছে দুই ইন্ডাস্ট্রির কলাকুশলীদের মধ্যেও। এর মাঝেই কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ (Kiccha Sudeep) বিতর্কের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। হিন্দি আর রাষ্ট্রভাষা নেই, এমনি দাবি তুলে সরব হয়েছেন তিনি সম্প্রতি।
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম কিচ্চা সুদীপ। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। সলমন খানের ‘দাবাং থ্রি’তে খলনায়কের চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর সাফল্য নিয়ে মুখ খোলেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রশংসা করে বলিউডের প্রতিও পরোক্ষে নিশানা করেছেন অভিনেতা।
সম্প্রতি এক অনুষ্ঠানে কেজিএফ চ্যাপ্টার ২ এর ঢালাও প্রশংসা করে কিচ্চা সুদীপ বলেন, “সবাই বলছে কন্নড় ইন্ডাস্ট্রিতে একটি সর্বভারতীয় ছবি তৈরি হয়েছে। আমি একটু সংশোধন করতে চাই। হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। ওরা (বলিউড) আজকাল সর্বভারতীয় ছবি বানাচ্ছে। ওরা সাফল্য পাওয়ার জন্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছে না। আজ আমরা যে ছবিগুলো বানাচ্ছি সেগুলো সারা বিশ্বের দর্শক দেখছে।”
উল্লেখ্য, তিন বছর আগে কিন্তু অন্য সুর শোনা গিয়েছিল কিচ্চা সুদীপের গলায়। সেবারে নিজের ছবি ‘পলিওয়ান’ এর প্রচারের সময় হিন্দিকে রাষ্ট্রভাষা হিসাবে দাবি করেছিলেন অভিনেতা। বলা বাহুল্য, তাঁর এই মন্তব্য মেনে নিতে পারেননি অনেকেই। সেবারে সমালোচিত হওয়ার জন্যই এবার নিজের বয়ান বদলেছেন কিচ্চা সুদীপ, উঠছে এমনি দাবি।
https://twitter.com/AaladaMara/status/1517916510513430528?t=EdX_5hBqA6XKO-LUCdG0fA&s=19
কেজিএফ চ্যাপ্টার ২ এর কথায় আসলে, মাত্র ১২ দিনে গোটা বিশ্বে ৯০০ কোটি টাকার ব্যবসা করেছে যশ অভিনীত ছবি। অন্যদিকে হিন্দি সংষ্করণটি ভারতে ৩২৯ কোটি টাকা তুলেছে এখনো পর্যন্ত। ফিল্ম বিশেষজ্ঞদের মতে আমির খানের ‘দঙ্গল’ ছবিকেও ছাপিয়ে যেতে পারে কেজিএফ চ্যাপ্টার ২।