বিয়ের কথা বলার ‘অপরাধে’ প্রেমিকার মুখে লাথি! গ্রেফতার ২, বুলডোজার চলল যুবকের বাড়িতে

বাংলা হান্ট ডেস্ক : প্রেমিকার মুখে মেরেছিলেন সপাটে এক লাথি। অভিযুক্ত বছর ২৪-এর যুবকে পুলিস আটক করলেও পরে ছেড়ে দেয়। এরপর থেকে পলাতক ছিল যুবক। সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার জানায় পুলিস। এমনকি অভিযুক্ত যুবকের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া পুলিস। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রেদেশের (Madhya Pradesh) রেওয়াতে। অভিযুক্ত যুবকের নাম পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজকে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে গ্রেফতার করা হয় শনিবার রাতে। রবিবার পঙ্কজের বাড়ি ভেঙে দেওয়া হয় জেসিবি মেশিন দিয়ে। সূত্র খবর, পঙ্কজ একজন গাড়ি চালক। লাইসেন্সও বাতিল করা হয়েছে পঙ্কজের। কিন্তু সময় মতো পঙ্কজের বিরুদ্ধে পদক্ষেপ না করায় থানার এক পুলিসকর্মীকে নির্বাসনও দেওয়া হয়।

পঙ্কজের প্রেমিকাকে লাথি মারার ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত যুবকে প্রথমে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিস। ঘটনাটি গত বুধবার ঘটে। এরপরই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ নং ধারায় শান্তি নষ্ট মামলা দায়ের করে পুলিস। এর পর ছাড়া পেয়ে যায় পঙ্কজ। ঘটনার বিষয়ে পুলিসকে জানান মার খাওয়া যুবতী। যদিও তিনি কোনও অভিযোগ দায়ের করেননি।

   

এর পর ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই স্বতপ্রণোদিত ভাবে সেই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ নং ধারায় মামলা দায়ের করে পুলিস। তবে দ্বিতীয়বার পুলিস তাকে গ্রেফতার করার আগেই সে পালিয়ে যায়। পরে আবার আজ গ্রেফতার করা হয় অভিযুক্তকে। প্রাথমিক ভাবে অভিযুক্ত পঙ্কজের বিরুদ্ধে ১৫১ নং ধারায় মামলা করায় পুলিসের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। এরপর প্রবল সমালোচনার মুখে পড়ে তৎপর হয়ে ওঠে পুলিস।

জানা যাচ্ছে, যে ব্যক্তি ঘটনাটির ভিডিও করেছিলেন, এবার তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন ওই যুবতী। সেই ভিডিও করা ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিস। তার বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মামলা। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, যুবক-যুবতী দাঁড়িয়ে বিয়ে নিয়ে কথা বলছেন। এরপর যুবতীর প্রেমিক ভিডিও করা ব্যক্তিকে ক্যামেরা বন্ধ করতে বলে। তারপরই অভিযুক্ত প্রেমিক সেই যুবতীকে চড় মেরে মাটিতে ফেলে দেয়। এরপর যুবক তার প্রেমিকার মুখে লাথি মারে। তারপর অবশ্য সেই যুবক তার প্রেমিকাকে মাটি থেকে তুলে ধরেন। হঠাৎ এই আক্রমণ সামলাতে না পেরে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না ওই যুবতী। সেই যুবকেই এবার গ্রেফতার করল প্রশাসন।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর