সকালে অপহরণের নাটক, বিকেল গড়াতেই বিয়ে! ছক কষে প্রেমিকের সাথে পালিয়েছিলেন তরুণী

বাংলাহান্ট ডেস্ক : ভোরবেলায় বাবার সাথে মন্দিরে যাওয়ার সময় এক তরুণীকে অপহরণ করে চার দুষ্কৃতী। তেলেঙ্গানার রজন্যা সিরসিলা জেলায় এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু অপহরণের ঘটনার কয়েক ঘন্টার পরেই আসল ঘটনা সামনে এল। জানা গেছে, অপহরণ করা হয়নি ওই তরুণীকে। তরুণীটি স্ব-ইচ্ছায় পালিয়ে গেছেন প্রেমিকের সাথে। এমনকি দুজনে বিয়েও করে ফেলেছেন।

অপহরণের এই ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। ঘটনার সিসিটিভি ফুটেজ রীতিমতো ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তরুণী ও তার বাবার সামনে একটি গাড়ি এসে থামে। এরপর চারজন লোক তরুণীটিকে জোর করে গাড়িতে তোলে। কিন্তু অদ্ভুতভাবে তরুণীটি নিজেকে বাঁচানোর চেষ্টা করেননি। এরপর গাড়ি করে তরুণীটিকে নিয়ে যাওয়ার সময় তার পিছনে ধাওয়া করেন তরুণীর বাবা। যদিও তিনি আটকাতে পারেননি গাড়িটিকে।

এরপর তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্ত করে পুলিশ। যদিও সেই গাড়িটি থেকে দুষ্কৃতী বা তরুণীর কোন সন্ধান পায়নি পুলিশ। এরপর কিছু ঘন্টা পর অপহৃত তরুণী একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় তিনি একটি যুবককে বিয়ে করেছেন।

এরপর তরুণী বলেন যে তাকে অপহরণ করা হয়নি। তিনি পরিকল্পনামাফিক এই ঘটনাটা সাজিয়েছিলেন। তার প্রেমিক জ্ঞানেশ্বরের সাথে পূর্ব পরিকল্পনা মাফিক পালিয়ে গিয়েছেন। পুলিশ জানতে পেরেছে, এর আগেও জ্ঞানেশ্বরের সাথে পালিয়ে গিয়েছিল তরুণীটি। কিন্তু সেইবার তারা বিয়ে করেনি। এরপর ওই তরুণীর পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে। তাই পরিকল্পনামাফিক বাবাকে বোকা বানিয়ে সে পালিয়ে যায় প্রেমিকের হাত ধরে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর