বাংলা hunt ডেস্ক : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে একাধিক বার এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি নেটিজেনদের মজা করতে।আবার কখনও কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন তাদের মধ্যে আদৌ কোনও সম্পর্ক আছে কি না । যদিও এবিষয়ে কখনও কোনও কিছু বলতে শোনা যায়নি দুজনকেই।
তবে অবশেষে সুযোগ পেলেন তারা ।আজ ভারতের প্রচার স্টার স্পোর্টস এর স্টুডিওতে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফ।আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত, আবার অন্যদিকে হলেও মুক্তি পেয়েছে সলমন খানের “ভারত ” , দুই ভারতের লড়াই ঘিরে আজ মজেছে গোটা দেশবাসী।অন্যদিকে স্টার স্পোর্টসের সন্চালকের দায়িত্বে আছেন প্রাক্তন ভারত ক্রিকেটার মহম্মদ কাইফ।
অবশেষে ক্যাটরিনার সাথে দেখা হতেই দুজনে ছবি পোস্ট করলেন একসাথে।ছবির ক্যাপশানে কাইফ লিখেছে মনুষ্যত্ব ছাড়া আর কোনও সম্পর্ক নেই তার ক্যাটরিনার সাথে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার