বাংলা হান্ট ডেস্ক: কলকাতা আন্ত্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি ঘটেছে গতকাল। শুক্রবার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শেষে কিছু ছবি,পরিচালক, ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার। এই বছর মোট ৭৬ দেশের থেকে প্রায় ৩৬৬ টা ছবির স্ক্রিনিং হয়েছে। আর তাদের মধ্যেই বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত অতিথি অভিনেত্রী শাবানা আজমি, মাধবী মুখোপাধ্যায়, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল এবং জুরি বোর্ডের সদস্যরা।
দেখে নেওয়া যাক, গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেলেন কারা।
- সেরা তথ্যচিত্র: অ্যাব্রিজড (পরিচালনা-গৌরব পুরী)
- সেরা স্পল্প দৈর্ঘের ছবি: সামার রাপসডি (পরিচালনা- শ্রাবণ কাটেকানেনি)
- নেটপ্যাক অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম : দ্য গডেস অ্যান্ড দ্য হিরো (দেবী অউর হিরো) (পরিচালনা আদিত্য কৃপালিনী)
- স্পেশাল জুরি অ্যাওয়ার্ড (ভারতীয় ভাষায়) : রান কল্যাণী (পরিচালনা গীতা জে)
- স্পেশাল জুরি অ্যাওয়ার্ড (সেরা বিদেশি ভাষার ছবি) : আগাস হাউস (পরিচালনা লেন্ডিটা জেকিরাজ)
- হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড – সেরা ছবি (ভারতীয় ভাষায়) : ম্যায় ঘাট ক্রাইম নাম্বার ১০৩-২০০৫ (পরিচালনা অনন্ত মহাদেবন)
- হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড- সেরা পরিচালক (ভারতীয় ভাষায়) : পার্সেল, পরিচালক ইন্দ্রাশিস আচার্য
- গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর-সেরা পরিচালক : চেকোস্লোভিয়ার ছবি দ্য পেইন্টেড বার্ড (পরিচালনা ভাকলাভ মারউল)
- গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড- সেরা ছবি : গুয়াতেমালার ছবি দ্য উইপিং উওম্যান (পরিচালক জায়রো বুস্তামানতে)
https://m.facebook.com/story.php?story_fbid=2813133998717483&id=364551790278835
কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা বিদেশি ভাষার ছবির জন্য দেওয়া হয় ৫১ লক্ষ টাকার পুরস্কার। সেরা পরিচালক পান ২১ লক্ষ টাকার পুরস্কার। পাশাপাশি দেওয়া হয় গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি। হীরালাল সেন স্মৃতি পুরস্কারে সেরা পরিচালক পেয়েছেন ৭ লক্ষ টাকার পুরস্কার, সেরা ছবি পেয়েছেন ৫ লক্ষ টাকার পুরস্কার। শ্রেষ্ট স্বপ্ল দৈর্ঘের ছবিকে পাঁচ লক্ষ টাকা ও শ্রেষ্ঠ তথ্যচিত্রকে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া এশিয়ার শ্রেষ্ঠ ছবির জন্য নেটপ্যাক পুরস্কার হিসাবে স্মারক ও অর্থ মূল্যের পুরস্কার দেওয়া হয়েছে।