‘প্রতিশ্রুতি দিয়েছিলে…!’, দুমাসের ব্যবধানে মা-বাবাকে হারিয়ে শোকাতুর কিকু শারদা

বাংলা হান্ট ডেস্ক : বিনোদন জগৎ থেকে সদ্যই একটি খুবই খারাপ খবর সামনে এসেছে। কপিল শর্মা (Kapil Sharma) খ্যাত কিকু শারদার (Kiku Sharda) জীবন হঠাতই বর্নহীন হয়ে ওঠেছে। টিভিতে তিনি সবাইকে হাসালেও সদ্যই তার ওপর দুঃখের পাহাড় নেমে এসেছে। অভিনেতা নিজের স্বীকার করেন যে, এই খবর তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে।

আসলে কিছুদিন আগেই মারা যান কিকু শারদার মা। মাত্র দুই মাস আগেই ইহলোক ত্যাগ করেন তিনি। আর এবার তার বাবাও পরলোকে গমন করেছেন। এত জলদি দুজনের মৃত্যু হওয়ার কারণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন সদা হাস্যজ্বল কিকু। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে বেশ সহজেই বোঝা যায় যে, তার বর্তমান অবস্থা কেমন। বাবা মায়ের ছবি শেয়ার করে কিকু তার ভক্তদের সামনে নিজের দুঃখের কথা প্রকাশ করেছেন। পোষ্টের সাথে আবেগপূর্ণ ক্যাপশনও দিয়েছেন অভিনেতা। সেখানে তিনি বাবা মাকে স্মরণ করে তাদের থেকে জীবনে এগিয়ে চলার যে শিক্ষা পেয়েছেন তাই উল্লেখ করেন।

নিজের পোস্টে কিকু জানান তাদের তিনি কতটা মিস করছেন। তার কথায়, মাকে ছাড়া কোনোদিন থাকতে হবে সেকথা ভাবতেও পারেননি। একইসাথে তার সাফল্য এবং ব্যর্থতায় কে তার পাশে থাকবে সেই নিয়েও আক্ষেপ করতে থাকেন। উঠে আসে KBC এর প্রসঙ্গ। কিকু লিখেছেন, KBC তে আমাকে দেখার পর কে সেই নিয়ে জিজ্ঞেস করবে।

আরও পড়ুন : হোটেল বন্ধের নামে পাবলিসিটি স্টান্ট! ব্যাবসা বাড়ানোর নতুন ফন্দি আঁটলেন নন্দিনী দিদি

তারকা কমেডিয়ান বলেন, এখনো তার অনেক কথা বলার ছিল। সেগুলো এবার কার থেকে শিখবেন তিনি! বাবার উদ্দেশ্যে তিনি লেখেন, “বাবা- সব সময়ই দেখেছি তুমি এত শক্তিশালী, এত আত্মবিশ্বাসী, জীবনকে পুরোপুরি উপভোগ করেছো। তোমার সন্তান এবং নাতি-নাতনিদের জন্য তোমার অনেক পরিকল্পনা ছিল, পরিবার ছিল তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন : ‘দশমিতে বিসর্জন যাওয়া প্রেমটা…’, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ঊষসী

kiku sharda

এছাড়া বাবার পজিটিভিটির তারিফ করেন কিকু। তিনি লেখেন, “তোমার মতো পজিটিভ কাউকে দেখিনি। এমনকি জীবনের সবচেয়ে বড় পতনের মধ্যেও আপনি সর্বদা উজ্জ্বল দিকটিই খুঁজেছেন। তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তোমার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তোমরা দুজনেই বড় তাড়াতাড়ি চলে গেলে। এখনো অনেক কথা বাকি ছিল। একে অপরকে চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং চলেও গেলেন প্রায় একইসাথে। মিস ইউ মা এবং পা।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর