নিখুঁত লিপ সিঙ্কের সঙ্গে দুরন্ত এক্সপ্রেশন, ‘চন্না মেরেয়া’ গানে ভিডিও বানিয়ে ভাইরাল তানজানিয়ার যুবক

বাংলাহান্ট ডেস্ক: বলিউড প্রেমী মানুষজনদের অভাব নেই বিদেশে। হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রির ছবি, গানের জনপ্রিয়তা দেশ ছেড়ে পাড়ি দিয়েছে অন‍্য দেশে। এমনকি পূর্ব আফ্রিকার তানজানিয়াতেও পৌঁছে গিয়েছে বলিউডের চর্চা। সেখানকার এক বাসিন্দাও হিন্দি গানে ঠোঁট মিলিয়ে ভাইরাল হয়ে গিয়েছেন নেটমাধ‍্যমে।

যুবকের নাম কিলি পল (kili paul)। ভিন্ন ভাষা, ভিন্ন সংষ্কৃতি হলেও হিন্দি গানে নিখুঁত লিপ সিঙ্ক করেন তিনি। রাতান লম্বিয়া, জালিমা, রাফতা রাফতা, টিপ টিপ বরষা পানি, সাত সমুন্দর এর মতো গানে ইতিমধ‍্যেই লিপ সিঙ্ক করে ফেলেছেন তিনি। কখনো একা, কখনো বা বোনকে সঙ্গে নিয়ে ভিডিও বানান কিলি। বোনও দাদার মতোই লিপ সিঙ্কে তুখোড়।

IMG 20220102 155146
বছরের শেষে ভারতীয় অনুরাগীদের জন‍্য আরো একটি উপহার নিয়ে হাজির হলেন কিলি। এবার কোনো আনন্দ বা নাচের গান করেননি তিনি। ঠোঁট মিলিয়েছেন ‘অ্যায় দিল হ‍্যায় মুশকিল’ ছবির ‘চন্না মেরেয়া’ গানে। সঙ্গে গানের সঙ্গে মিলিয়ে বিষন্ন এক্সপ্রেশন। ভিডিওর ভিউ ছাড়িয়েছে ১ লক্ষ।

https://www.instagram.com/reel/CYHF4r3pTj3/?utm_medium=copy_link

ভারতবাসীদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন কিলি ও তাঁর বোন নিমা। এত জনপ্রিয়তা পেয়ে আপ্লুত দুজনেই। তবে বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেননি কেউই। কিলির মতে, সঙ্গীতই ভিন্ন ভাষাভাষীর মানুষকে কাছে আনতে পারে। তাই তাঁরা আরো গানের ভিডিও বানাবেন।

এর আগে শাহরুখের ‘রইস’ ছবির সুপারহিট গান ‘জালিমা’র সঙ্গে নিখুঁত ভাবে লিপ দিয়ে জনপ্রিয় হয়েছিলেন কিলি। এক ঝলক দেখলে মনে হবে গানটা যেন অরিজিৎ সিং নন, ওই ব‍্যক্তিই গাইছেন। তার সঙ্গে অনবদ‍্য এক্সপ্রেশন। সোশ‍্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘এসআরকে একটা অনুভূতির মতো’।

শেয়ার হওয়া মাত্রই ভিডিও ভাইরাল। একজন লিখেছেন, হিন্দি শিখে নিয়েছেন! সত‍্যিই দারুন। আরেকজন লিখেছেন, শাহরুখের থেকেও ওই ব‍্যক্তির এক্সপ্রেশন বেশি ভাল। মিষ্টি হাসি দিয়েই মন জয় করে নিয়েছেন তিনি সবার। প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর