খুন করে থানায় আত্ম সমর্পণ প্রতিবেশী মহিলার

Published On:

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪পরগনাঃ দক্ষিণ ২৪ পরগনা ,উস্থি: মাটি খুঁড়ে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উস্থি থানার সরাচি গ্রামে। খুন করেছি বলে থানায় আত্মসমর্পণ প্রতিবেশী গৃহবধূর। নিহতের নাম তপন সাউ (৪৭)। পুলিশ সূত্রে জানা গেছে , শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় গিয়ে বলে সে খুন করেছে প্রতিবেশী তপন সাউ কে। এবং খুন করে দেহ বাড়ির পিছনে একটি বাগানে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে।

এরপরই উস্থি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাড়ির পিছনে একটি বাগানে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে। শনিবার মধ্যরাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায় পুলিশ। খুনের কারণ নিয়ে প্রাথমিকভাবে পুলিশের অনুমান , বেশ কয়েকদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করার ফলেই এই ঘটনা ঘটেছে।

যদিও মৃত তপনের পরিবারের দাবি পরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে তপনকে। এই ঘটনায় তার নিকট আত্মীয় ও প্রতিবেশী বাপি মন্ডল ওরফে চন্দ্র শেখর ও তার স্ত্রী অনিতা মন্ডল জড়িত বলেই অনুমান পুলিশের।

বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল দুই পরিবারের মধ্যে। তারই জেরে খুন হয়েছে কিনা সেটা ক্ষতিয়ে দেখছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে উস্থী থানার পুলিশ। ঘটনায় ওই দম্পতি কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সম্পর্কিত খবর

X