একজন নয় রয়েছে ডবল কিম জং উন, প্রমান সহ উঠছে এমনই দাবি !

Published On:

বাংলাহান্ট ডেস্ক :কিছুদিন  আগেই কিম জন উং(kim jong un) এর মৃত্যুর খবর আসে আর সেই নিয়ে গোটা দেশে হৈচৈ পরে যায়। পরে জানা যায় উত্তর কোরিয়ার(north korea) নেতা কিম জং উন (Kim Jong Un)পুরোপুরি সুস্থ ও জীবিত।কিন্তু এখন প্রকোশ্যে এসেছে নাকি দুজন কিম জং উন আছে।
সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়া না গেলেও,  ১৫ এপ্রিল কিমের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

https://twitter.com/LouiseMensch/status/1256444261756735488?s=19

কিম জং উনের মৃত্যু নিয়ে বিভ্রান্তি 

কারণ  উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও কিমের দাদা কিম -২ সং এর জন্মদিন উপলক্ষে ১১ এপ্রিল   একটি অনুষ্ঠান রাখা হয়। কিন্তু  কিম জং এদিন  কোনও পাবলিক অনুষ্ঠানে হাজির হননি। আর তারপরে সন্দেহ বাড়ে। আবার হার্ট সার্জারির পর ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এমনটাও জানায় আমেরিকা। কিন্তু এবার উঠে এসেছে কতগুলি অবাক করা তথ্য। তার আগের ছবি থেকে নতুন ছবি অনেকটাই পরিবর্তিত।অবশ্য তার ডায়েট এবং বয়স অনুসারে তার মুখের কাঠামো পরিবর্তিত হতে পারে।

 অনেকেরই দাবী কিম জং উনের দুই ছবি অভিন্ন 

লুইস মেন্স নামক একজন আগের এবং একটা নতুন ছবি দিয়ে জানান “এই দুই ছবির মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু আমি তর্ক করতে চাইনা। ” আবার তার দাঁতের পরিবর্তন নিয়েও তিনি জানান যে দাঁত আগের থেকে বদলে গেছে। এমনকি দাঁতের পরিবর্তন হবে। আর এর মধ্যে অন্য একজন অ্যাংরি স্টাফের তিনি বলেন “তার শরীরের অনেক পরিবর্তন হয়েছে। “

অনেকেরই মতে দুজন কিম জং উন আছেন 

জেনিফার জেং নামোক   এক ব্লগার তিনি  অনেকগুলি ফটো শেযার করেছেন।তিনি কিমের কব্জির উপর একটি বিন্দু তুলে ধরে একটি ছবি শেয়ার করেছেন; তবে কেউ কেউ বলেছিলেন যে এটি সাম্প্রতিক কার্ডিওভাসকুলার পদ্ধতির সাথে সম্পর্কিত হতে পারে।

সম্পর্কিত খবর

X