কফিতে চুমুক কিং খানের, ভাইরাল ভিডিও

বাংলা hunt ডেস্ক : বলিউডের অন‍্যতম “সুপারস্টার ” তিনি, তার ছবির মতোই তার বর্নময় জীবনের প্রতিও সমান আগ্রহ সাধারণ মানুষের।তাই তিনি কি করছেন বা না করছেন তা ঘিরে তার ভক্তদের কৌতূহলের শেষ নেই, আর তার সেই কৌতূহলের প্রভাবে তার পোস্ট করা যেকোনও জিনিস মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল।সম্প্রতি এমনটাই ফের হতে দেখা গেল ” কিং খান ” এর ক্ষেত্রে।সম্প্রতি একটি ভিডিও টুইট করতে দেখা গেছিলো ” কিং খান ” কে , যেখানে তাকে কফিতে চুমুক দিতে দেখা যায়।এ কফি কিন্তু যে সে কফি নয়, দুবাইতে বসে কফির পেয়ালায় ফুটে ওঠা নিজের অবয়বেই চুমুক দিলেন ” কিং খান ” , মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও।

প্রসঙ্গত, ইতিমধ্যে শুরু হয়েছে সলমন বিখ্যাত ফ্রাঞ্চাইজি ” দবং ” এর তৃতীয় ভাগের কাজ।প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় দবং।ছবিতে সলমন অভিনীত চুলবুল পান্ডে সমাদৃত হয়।অভিনব কাশ‍্যপ পরিচালিত এই ছবি বক্স অফিসে বিরাট পরিমাণে সাফল্য লাভের পাশাপাশি সেই বছর জাতীয় পুরস্কারের “জনপ্রিয়” ছবির বিভাগে জিতে নেয় পুরস্কার।এই ছবির বিরাট সাফলতা দেখে ২০১২ সালে “দবং ২” বানান আরবাজ খান।প্রথম ছবির মতো সেই ছবিও বক্স অফিসে সাফলতা।প্রসঙ্গত,এইবার পরিচালনার দায়িত্বে থাকছেন প্রভু দেবা।সলমন-প্রভুদেবা জুটির শেষ ছবি ২০০৯ এ ” ওয়ান্টেড” সেই ছবি ছিল ” ব্লকবাস্টার”।তাই স্বাভাবিক ভাবেই এই ছবি ঘিরে ইতিমধ্যে উৎসাহের সন্চার হয়েছে সিনে প্রেমী মানুষ দের মনে।এইবার সেই উৎসাহ আরও দ্বিগুণ হতে চলেছে আরও একটি খবর কে কেন্দ্র করে।

শোনা যাচ্ছে ” দবং ” ৩ এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ।এর আগেও সলমনের” টিউবলাইট ” ছবিতে জাদুকরের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ।তাহলে দাবাং ৩ এ ফের কিসের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ।জানা গেছে এইবারের ছবিতে চুলবুল পান্ডের বেশ কিছু” ফ্ল‍্যাশব‍্যাক” দৃশ্য দেখা যাবে, এবং সেই দৃশ্য গুলিতে চুলবুল পান্ডের বন্ধুর ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ।

4c376 img 20190502 wa0616স্বাভাবিক ভাবেই এই খবর প্রকাশ‍্যে আসার পর থেকেই দুই খানের ভক্তদের মধ্যে তৈরী হয়েছে তীব্র উৎসাহ।

সম্পর্কিত খবর