ডেডিউ ছবিতেই কিনা সংলাপহীন ‘বং গাই’! অভিযোগ উঠতে পরিচালকের ক্ষোভ, আর কোনো ইউটিউবারকে নেব না

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ইউটিউব জগতে কিরণ দত্ত (Kiran Dutta) ওরফে ‘বং গাই’ (Bong Guy) অত‍্যন্ত জনপ্রিয় একটি নাম। ইউটিউব ভিডিও বানানোর পাশাপাশি গায়ক হিসাবেও আত্মপ্রকাশ করেছিলেন তিনি। অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। এবার পালা বড়পর্দার। ‘কলকাতা চলন্তিকা’র হাত ধরে টলিউডে পা রেখেছেন কিরণ। পরিচালনায় পাভেল। কিন্তু ডেবিউ ছবিতে ‘বোবা’ হয়েই থাকতে হল কিরণকে।

গত ২৫ অগাস্ট মুক্তি পেয়েছে কলকাতা চলন্তিকা। কয়েক বছর আগের পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়ার ভয়াবহ দুর্ঘটনা আর তার সঙ্গে জড়িয়ে যাওয়া কয়েকজন মানুষের জীবনের কাহিনি নিয়েই তৈরি এই ছবি। দুজন জনপ্রিয় বাঙালি ইউটিউবার কিরণ দত্ত এবং ঝিলাম গুপ্ত অভিনয় করেছেন ছবিতে।


এই প্রথম বড়পর্দায় বং গাই। অনুরাগীরা ট্রেলার দেখেই উত্তেজনায় ফুটতে শুরু করেছিল। কিন্তু ছবি তাদের প্রত‍্যাশায় কার্যত জল ঢেলে দিয়েছে। কারণ কিরণের এই ছবিতে একটিও সংলাপ নেই। তিনি পুরো মাত্রায় রয়েছেন ছবিতে। ছিলেন প্রচারে, ট্রেলার লঞ্চ, গান লঞ্চের অনুষ্ঠানে। কিন্তু একটি সংলাপও দেওয়া হয়নি তাঁকে।

বিষয়টা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ বং গাই ভক্তরা। এমনকি কিরণের সঙ্গে অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন অনেকে। বিষয়টা নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলে পালটা একপ্রস্থ ক্ষোভ উগরে দেন পরিচালক পাভেলও। তাঁর স্পষ্ট কথা, চরিত্রটির যে কোনো সংলাপ নেই তা কিরণ খুব ভাল ভাবেই জানতেন। এমন নয় যে তাঁর কাছে লুকিয়ে যাওয়া হয়েছিল।


সবটা জেনেশুনেই অভিনয় করেছেন কিরণ। তাঁর যদি কোনো সমস‍্যা না থাকে তবে কিছু ‘স্বঘোষিত হামদো যাজক’দের সমস‍্যা কেন হচ্ছে? প্রশ্ন পাভেলের। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, ভবিষ‍্যতে কোনো ইউটিউবার তাঁর সঙ্গে কাজ করতে চাইলে ইউটিউবার কমিউনিটির ‘মাতব্বর’দের কাছ থেকে লিখিয়ে আনতে হবে। তবেই তিনি কাজ করবেন একসঙ্গে নয়তো নয়।

ইউটিউবের বাইরেও কিরণ দত্তের ফ‍্যান ফলোয়িং বিশাল‌। তাঁর মুখে কোনো সংলাপ না থাকায় স্বাভাবিঅ ভাবেই মনক্ষুন্ন হয়েছেন ভক্তরা। এ বিষয়ে পাভেল বলেন, ছবির পরিচালক তিনি। এমন পরিস্থিতিতে তিনি আগেও পড়েছেন। ছবিতে পরে কিরণকে কেন ফিরিয়ে আনা হল সেটা ছবিটা না দেখলে বোঝা যাবে না।

পাভেল এও বলেন, কিরণের চরিত্রটি ছবির ‘ম‍্যাজিকাল কোশ‍্যান্ট’। তাই প্রত‍্যেক বারই তাঁকে স্লো মোশনে ফ্রেমে ঢুকতে দেখা গিয়েছে। কিরণ ভক্তদের উদ্দেশে তিনি বলেন, তাঁর থেকে লুকিয়ে কিছুই করা হয়নি। ছবিটা সবার ভাল লাগলে তিনিও খুশি হতেন।

সম্পর্কিত খবর

X