বাংলাহান্ট ডেস্ক: সময়টা হঠাৎ করেই কয়েক বছর পেছনে চলে গেল। সৌজন্যে, দ্য বং গাই (The Bong Guy) ওরফে কিরণ দত্ত (Kiran Dutta)। তখনো তিনি এত জনপ্রিয় হননি। তবে বাংলার ইউটিউবারদের মধ্যে স্বনামধন্য কিরণ। দেবের (Dev) সিনেমা নিয়ে একাধিক হাস্যকর ভিডিও বানিয়েছিলেন তিনি। এখন অবশ্য তাঁর সেসব ভিডিও বানানোও বন্ধ। উপরন্তু নিজেই অভিনয়ে নেমে পড়েছেন কিরণ। কিন্তু এবার ফের কয়েক বছর পর সম্মুখসমরে দেব-কিরণ। সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। ব্যাপারটা কী?
টলিউডের ‘মহানায়ক’ এবং ‘ইন্ডাস্ট্রি’কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন বং গাই। ‘কাছের মানুষ’ ছবির ‘টাকা লাগে’ গানটির ভিডিও শেয়ার করে দুই মহারথীকে কটাক্ষ করেছেন কিরণ। লিখেছেন, ‘এটা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব। বাস্তব জীবনে এরকম ভাবে বাস এ চড়ে দেখাও তো দেখি।’ ট্যাগও করে দিয়েছেন দেব এবং প্রসেনজিৎকে।
কিরণের চ্যালেঞ্জ লুফে নিয়েছেন দুজনেই। কিরণের টুইটটি রিটুইট করে দেব লিখেছেন, ‘চল ডান। পরশু বাসে দেখা হবে। চ্যালেঞ্জ নিবি না…’। কিরণ পালটা লিখেছেন, ‘দেখি কেমন পারো! সুপারস্টার হওয়ার জ্বালা এবার বোঝো।’ উত্তর দিয়েছেন ‘বুম্বাদা’ও। লিখেছেন, ‘ঠিক আছে! পরশু বাসে দেখা হচ্ছে। এবার আমাকে আমার মতো থাকতে দাও।’
Ok done! পরশু বাসে দেখা হচ্ছে।
এবার আমাকে আমার মতো থাকতে দাও।
https://t.co/Id50LF75cf
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) September 19, 2022
দেবের টুইটের উত্তরে তাঁকে ‘বদ্দা’ সম্বোধন করে কিরণ লিখেছেন, ‘বদ্দা চ্যালেঞ্জ ওয়ান টু এর পর এবার থ্রি টাও গ্রহণ করেছে। দেখি কেমন পারো!’ কটাক্ষ করেছেন প্রসেনজিৎকেও। লিখেছেন, ‘একি ইন্ডাস্ট্রি বদ্দা তুমিও? বাস লেটে এলে আবার টুইট করে দিও না।’ দুই সুপারস্টার, সঙ্গে ইউটিউব দুনিয়ার তারকা বং গাই, চ্যালেঞ্জটা কেমন হয় তা দেখার জন্য উদগ্রীব নেটজনতাও।
Chal done….Porsu Bus e dekha hobe…
Challenge nibi na ….https://t.co/7cg0qNEzqJ
— Dev (@idevadhikari) September 19, 2022
সত্যিই কি এবার তিনজনকে পাবলিক বাসে চড়তে দেখা যাবে নাকি থাকছে অন্য সারপ্রাইজ? তবে অনেকের মতেই, কাছের মানুষ এর প্রচারে এই বুদ্ধিটাও দারুন বের করেছেন দেব। এর আগে স্ট্যান্ড আপ কমেডি করতে দেখা গিয়েছিল দেব প্রসেনজিৎকে। এবার কি তাঁরা আমজনতার সঙ্গেই মিশে যাবেন? উত্তর পেতে আর একটু অপেক্ষা।