‘তোমার মাকে নিয়ে এসো একদিন’! বান্ধবী ‘আলু’কে কটাক্ষ করতেই মা তুললেন কিরণ দত্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাঙালি ইউটিউবারদের মধ‍্যে কিরণ দত্তের (Kiran Dutta) জনপ্রিয়তার কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বাংলার ইউটিউব কমিউনিটিকে যারা এগিয়ে নিয়ে গিয়েছেন, তাদের মধ‍্যে তিনি অন‍্যতম। ‘দ‍্য বং গাই’ নামে একডাকে সকলে চেনে তাঁকে। জনপ্রিয়তাটা অবশ‍্য নিজের পরিশ্রমেই পেয়েছেন কিরণ।

কিন্তু পাহাড় প্রমাণ খ‍্যাতি পেয়েও যে পা টা মাটিতে রাখতে হয় সেটা সম্ভবত ভুলে গিয়েছেন কিরণ, অন্তত নেটিজেনদের অভিযোগ তেমনটাই। ইউটিউবার থেকে অভিনেতা হয়েছেন তিনি। ওয়েব সিরিজের পর সিনেমাতেও ডেবিউ করেছেন। ভিডিও বানিয়েছেন টলিউডের একাধিক প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। এমনকি বলিউড তারকাদেরও দেখা গিয়েছে কিরণের ভিডিওতে।


এত কম বয়সে, কম সময়ে বিপুল খ‍্যাতি নাকি মাথা ঘুরিয়ে দিয়েছে কিরণের। তাই নিজের মুখের কথাতেও নিয়ন্ত্রণ থাকছে না তাঁর। কিরণের সাম্প্রতিক এক মন্তব‍্য দেখে এমনি বিষ্ফোরক দাবি করেছেন নেটিজেনরা। কী এমন ঘটেছে যার জন‍্য নিমেষে অনুরাগীদের ভালবাসা বদলে গেল ক্ষোভে?

আসলে সবটাই শুরু হয় কিরণের নতুন গাড়ি কেনার পর। নিজের পরিশ্রমের টাকায় প্রথম গাড়ি কিনেছেন তিনি। আনন্দটা ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। একটি Hyundai এর i20 গাড়ি কিনেছেন কিরণ। তবে সেটা কাস্টোমাইজ করা। নতুন গাড়ির পুজো থেকে শুরু করে ড্রাইভে যাওয়ার ভিডিও শেয়ার করেছেন তিনি।

উল্লেখ‍্য, এদিন কিরণের সঙ্গে গিয়েছিলেন তাঁর ‘বন্ধু’ অন্তরা ওরফে ‘আলু দ‍্য ফ্রেঞ্চ ফ্রাই’ও। অন্তরার সঙ্গে কিরণের সম্পর্ক নিয়ে নেটপাড়ায় অনেক দিন ধরেই চর্চা হয়। তাঁরা নিজেদের ‘ভাল বন্ধু’ বলে দাবি করলেও নেটনাগরিকরা তা মানতে নারাজ। এ নিয়ে প্রায়শই ট্রোলডও হতে হয় কিরণকে।


এদিনের ভিডিও দেখেও একজন কুরুচিকর কটাক্ষ শানান কিরণ ও অন্তরার উদ্দেশে। অন‍্য ট্রোলারদের স্বভাবোচিত ভঙ্গিতে উত্তর দিলেও ‘বন্ধু’কে টানায় মেজাজ হারান কিরণ। পালটা তিনি ওই ব‍্যক্তিকে মা তুলে কটাক্ষ করে বসেন। কুৎসিত ইঙ্গিত করে তিনি লেখেন, ‘তোমার মাকে নিয়ে এসো একদিন আমার গাড়িতে’!

https://www.instagram.com/reel/Cjuz0XPBxMD/?igshid=YmMyMTA2M2Y=

কিরণের এক কুরুচিকর মন্তব‍্য দেখেই রেগে আগুন নেটিজেনরা। অনেকের কাছেই বং গাই অনুপ্রেরণা স্বরূপ। তাঁর যদি এমন রুচি হয় তবে অন‍্যরা কি শিখবে? আবার অনেকে কটাক্ষ করেছেন, কিরণের নতুন গাড়ি কেনার সময়ে ‘আলু’কে দেখা গেলেও তাঁর মাকে দেখ যায়নি ভিডিওতে। যে নিজের মাকেই প্রাপ‍্য সম্মান দেয় না তার কাছে সম্মান আশাও করা যায় না, ক্ষোভ নেটিজেনদের।

X