ইউটিউবের পর শুরু নতুন সফর, টুম্পাকে নিয়ে ডিজিটাল পর্দা মাতাবেন ‘বং গাই’ কিরণ দত্ত

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষের দিকে নেটদুনিয়ার ভাইরাল গানের তালিকার শীর্ষে ছিল একটি মাত্র গান। ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ এর জনপ্রিয় গান ‘টুম্পা’র (tumpa) তালে নেচে উঠেছিল সবাই। সকলের মুখে মুখে ঘুরেছে এই গান। বন্ধু বান্ধবদের আড্ডা থেকে বিয়ের বাসর রাতের আড্ডা সবেতেই সুপারহিট টুম্পা। এমনকি তারকাদেরও নাচতে দেখা গিয়েছিল এই গানের সঙ্গে।

টুম্পা এতটাই জনপ্রিয় হয়েছিল যে বিনোদন জগৎ ছাড়িয়ে ঢুকে পড়েছিল রাজনীতিতেও। বিধানসভা নির্বাচনের আগে বাম বিজেপির ভোট প্রচারের অঙ্গ হয়ে উঠেছিল এই গানের প‍্যারোডি। সময়ের সঙ্গে সঙ্গে গানটি নিয়ে মাতামাতি অনেকটা কমে গেলেও টুম্পা এখনো রয়ে গিয়েছে বাঙালির মনে। এবার নতুন রূপে নতুন ভাবে ফিরছে টুম্পা, সঙ্গী হচ্ছেন ‘বং গাই’ (bong guy)।

kiran 2222
বং গাইকে কে না চেনে। এই নামের আড়ালে থেকে এতদিন ধরে লক্ষ লক্ষ অনুরাগীর মন খুশি রাখার রসদ যুগিয়ে চলেছেন কিরণ দত্ত (kiran dutta)। অনেকে বলেন বাঙালি ইউটিউবারদের সাফল‍্যের নাকি নতুন দিশা দেখিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবের গণ্ডি ছাড়িয়ে অভিনয় জগতে পা রেখেছেন কিরণ। রেস্ট ইন প্রেমের নির্মাতা কনফিউসড পিকচারের নয়া ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।

Facebook 2
রেস্ট ইন প্রেম ছিল কনফিউসড পিকচারের প্রথম ওয়েব সিরিজ। টুম্পা গানের দৌলতে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল সিরিজটি। এরপরেই শোনা গিয়েছিল সিক‍্যুয়েল রেস্ট ইন প্রেম ২ আসতে চলেছে। তবে আপাতত সে গুঞ্জনে ইতি টেনেছেন নির্মাতারা। তার বদলে তাঁরা নিয়ে আসছেন এক নতুন ডার্ক কমেডি ওয়েব সিরিজ যার মূল চরিত্রে অভিনয় করছেন কিরণ।

Face
এখনো পর্যন্ত সিরিজের নাম না জানা গেলেও শোনা যাচ্ছে কিরণকে কৃষি দফতরের এক আধিকারিকের চরিত্রে দেখা যাবে। কর্মসূত্রে শহর থেকে গ্রামে এসেছেন তিনি। তবে সুমনার বদলে এবার নতুন টুম্পা হচ্ছেন শ্রেয়া ভট্টাচার্য। এছাড়াও সিরিজে অভিনয় করবেন অমিত সাহা ও সায়ন ঘোষ। সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিজিৎ সরকার। সঙ্গীত পরিচালনা করছেন আরব দে এবং ইন্দ্র। জানা যাচ্ছে এবারে টুম্পা গানটি শোনা যাচ্ছে খোদ কিরণের গলায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর