দিতিপ্রিয়ার গান নিয়ে যা মজা করেছি, অভিনয় করতে গিয়ে ভয়ই করছিল: কিরণ দত্ত

বাংলাহান্ট ডেস্ক: বং গাই (Bong Guy), নামটাই যথেষ্ট মানুষটার পরিচয় দেওয়ার জন্য। তাঁর জনপ্রিয়তা এখন যে উচ্চতায় পৌঁছেছে তাতে পেশাদার নামের আড়ালে থাকা কিরণ দত্তকেও (Kiran Dutta) সবাই চিনে গিয়েছে। ইউটিউবার হিসাবে সফর শুরু করেছিলেন। জনপ্রিয়তাও পেয়েছেন ইউটিউবের মাধ্যমেই। এবার কেরিয়ারের আরেকটা দিক খুলে গিয়েছে কিরণের জন্য।

ইউটিউবার কিরণ দত্ত এখন অভিনেতাও বটে। ওয়েব সিরিজে আগেই অভিনয় করেছিলেন। এবার পালা বড়পর্দার। পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকায়’ অভিনয় করছেন তিনি। সঙ্গে একঝাঁক নামী অভিনেতা অভিনেত্রী। অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, ইশা সাহা, দিতিপ্রিয়া রায় কে নেই!

Ditipriya
১৫ জুলাই নিজের জন্মদিনেই কলকাতা চলন্তিকার প্রথম ঝলক দেখলেন কিরণ। একসময় বিভিন্ন সিনেমার দৃশ্য নিয়ে হাস্যকর ভিডিও বানাতেন। আজ নিজেই অভিনয় করছেন বড়পর্দায়। উপরন্তু বছর কয়েক আগে ছোটপর্দার ‘রাণী রাসমণি’ ওরফে দিতিপ্রিয়া রায়ের ‘কলঙ্কিনী রাধা’ গান নিয়ে খিল্লি করেছিলেন কিরণ। এখন সেই দিতিপ্রিয়ার সঙ্গেই অভিনয়! কতটা অপ্রস্তুতে পড়েছিলেন বং গাই?

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অকপট কিরণ, প্রথমে বেশ ভয় পেয়েছিলেন সেসব মনে করে। কিন্তু কোনো অসুবিধা হয়নি। কাজের জায়গায় দিতিপ্রিয়া নাকি চরম পেশাদার। শুধু তো দিতিপ্রিয়া নয়, দেব আর অঙ্কুশ হাজরাকে নিয়েও মজার ভিডিও বানিয়েছিলেন কিরণ। অঙ্কুশের সঙ্গে বিবাদটা রীতিমতো বিতর্কের রূপ নিয়েছিল।

Kiran 1

এখন তো কিরণও সিনেমায় অভিনয় করছেন। যদি অঙ্কুশের সঙ্গে অভিনয়ের সুযোগ এলে রাজি হবেন? একটু ভেবেই উত্তর দিয়েছেন ইউটিউবার। তাঁর কথায়, তিনি একা রাজি হলে তো হবে না। অঙ্কুশেরও রাজি হওয়া চাই। যদি অভিনেতার কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই কাজ করবেন। অঙ্কুশের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিবাদ বা শত্রুতা নেই বলেই জানান কিরণ।

মাদার টেরেসার জন্মদিনে প্রকাশ্যে আসবে কলকাতা চলন্তিকার প্রথম ঝলক। ছয় বছর আগে কলকাতার বুকে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্ঘটনা, পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। কিরণ আশাবাদী, দর্শকদের নিশ্চয়ই পছন্দ হবে ছবিটা। তবে তেমন হলে নিজের অভিনয় নিয়েও মজা করার ধক রাখেন কিরণ।

Niranjana Nag

সম্পর্কিত খবর