“শাসক দলের” হুমকির মুখে “বংগাই” কিরণ! সাহায্য চাইতেই তৎক্ষণাৎ অ্যাকশন দেবাংশুর

বাংলাহান্ট ডেস্ক : এবার হুমকির মুখে বিখ্যাত ইউটিউবার কিরণ দত্ত (Kiran Dutta)। কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে কিরণ (Kiran Dutta) লেখেন, কিছুদিন আগে কৃষ্ণনগর একটা শো করতে যাই। সেখানেই আমাকে মারার জন্য এক দলকে উস্কানি দেয় এই ভদ্রলোক (বিকাশ কর্মকার), প্রোফাইল ঘেঁটে বুঝলাম বেশ ক্ষমতাশালী মানুষ।

কিরণের (Kiran Dutta) পোস্ট ঘিরে তোলপাড়

এরই সাথে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে (Debanshu Bhattacharya) মেনশন করে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কিরণ লেখেন,  দেবাংশু ভট্টাচার্যর সাথে ছবিও দেখলাম। কাজের সুত্রে দেবাংশুর সাথে অনেকবার কথা হয়েছে তাই আমি জানি এই ধরনের কথাবার্তা দেবাংশু কোনোদিনই সাপোর্ট করবেনা। আমাকে সবাই জানান আমার কী করা উচিৎ। বাড়ির কাছে বলে একটু ভয় তো পাচ্ছি।

Kiran Dutta post against tmc leader and Debanshu Bhattacharya comment

বিখ্যাত ইউটিউবারের এই পোস্ট মুহূর্তে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি অনেকে শেয়ারও করেছেন কিরণের (Kiran Dutta) এই পোস্ট। অনেকেই আতঙ্কিত হয়ে কিরণকে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শও দিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘কী সমস্যা এনার? তুমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছ?’ আবার অন্য এই ব্যবহারকারীর মন্তব্য, ‘লোকাল পুলিশ এবং মিডিয়া দুজনকেই জানিয়ে রাখো। পারলে সাইবার ক্রাইমে রিপোর্ট করে দাও লিংক দিয়ে।’

আরোও পড়ুন : Jio গ্রাহকদের খুলল কপাল! এবার অ্যাড ছাড়াই দেখা যাবে YouTube, নতুন অফার সামনে আনলেন আম্বানি

ফেসবুকে বিকাশ কর্মকারের প্রোফাইলে গেলে দেখা যাচ্ছে তিনি নিজেকে একজন ‘সেল্ফ এমপ্লয়েড’ হিসাবে পরিচয় দিয়েছেন। ফেসবুক প্রোফাইলে বিকাশ কর্মকারের তৃণমূল যোগ সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যায়। দেবাংশু ভট্টাচার্যের সাথে বিকাশের ছবি আরো উস্কে দিয়েছে তৃণমূলের সাথে তাঁর যোগ সম্পর্কে। এছাড়াও তৃণমূলের একাধিক সাংগঠনিক অনুষ্ঠান ও সভাতেও উপস্থিত থাকার বিভিন্ন ছবি ফেসবুকে শেয়ার করেছেন বিকাশ কর্মকার।

Kiran Dutta post against tmc leader and Debanshu Bhattacharya comment

এদিকে, কিরণের পোস্টে সরাসরি দেবাংশু উল্লেখ করেন, “এসব কী মন্তব্য Bikash Karmakar দা? পার্টির পোস্ট হোল্ডার হয়ে এসব মন্তব্য কি তোমাদের শোভা পায়? আমরা জানি একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেকেই সেই সময় খুব একটা ভালো ভাষা কিংবা ইঙ্গিত ব্যবহার করেনি। ত্রিপল চুরি করার সঙ্গে পর্যন্ত তাকে যুক্ত করা হয়েছে ব্যঙ্গাত্মক ভাবে.. কিন্তু তা বলে এসব মন্তব্য?”

দেবাংশু আরোও সংযোজন, “হিংসায় প্ররোচনা দেওয়া আমাদের কাজ নয়। রাগের বহিঃপ্রকাশ নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে দলকে সার্ভ করে মেটাও। প্লিজ অফিসিয়াল পোস্ট হোল্ডার হয়ে এসব মন্তব্য করে দলকে বিব্রত কোরো না। তোমার এই মন্তব্য দল বা আইটিসেল সমর্থন করে না। Kiran Dutta ভাই তুমি নিশ্চিন্তে প্রোগ্রাম করো। কোনও চিন্তা নেই। এবং এই মন্তব্যের জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত।”

আরোও পড়ুন : জোড়া ঘূর্ণাবর্তে ১১ রাজ্যে টানা ঝড়-বৃষ্টি! জারি সতর্কতা, কী হবে বাংলায়? IMD-র আপডেট

দেবাংশুর কমেন্টের জবাব অবশ্য দিয়ে দিয়েছেন কিরণ। বং গাইয়ের কথায়, “Debangshu Bhattacharya Dev সত্যি বলতে আমাকে নিয়ে খিল্লি রোস্ট এসবে একেবারেই আপত্তি নেই। তবে এরকম নিজের এলাকায় হলে ভয় তো লাগেই। আর রইলো আমি কিন্তু একটা দল নিয়ে কোনোদিনই জোক বলিনি। সব দল নিয়েই সমান ভাবে জোক বলেছি। এটাতে আমি ভীষন অনেস্ট। পার্টিকুলার কোনো ইস্যু নিয়েও বলার আগে আমি ভাবিনি এতে কোন দলের ক্ষতি হবে।সিরিয়াস ইস্যু নিয়ে ভোকাল হয়েছি সব দলের বিরুদ্ধেই। আমি জানতাম তুমি মারার কথাকে সমর্থন করবে না। বাকি আমাকে নিয়ে খিল্লিও করুক সেটায় বলার আমার ও অধিকার নেই কারন আমিও সেটা করি কিন্তু আমার এটা ঠিক মনে হয়নি। তোমায় এতে টেনে আনার জন্য দু:খিত।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর