Bong Guy কে নিয়ে মিথ্যে প্রচার তৃণমূলের, অবশেষে লাইভে এসে ষড়যন্ত্র ফাঁস করলেন স্বয়ং কিরণ দত্ত

বাংলাহান্ট ডেস্কঃ ভোট বাজারে তৃণমূলের (tmc) ষড়যন্ত্র ফাঁস করলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার Bong Guy ওরফে কিরণ দত্ত (kiran dutta)। তাঁর দাবি, সংবাদ চ্যানেলে তাঁর দেওয়া সাক্ষাৎকার এডিট করে, নিজেদের প্রচারে কাজে লাগিয়েছে তৃণমূল। সাক্ষাৎকার থেকে শুধুমাত্র তৃণমূল পন্থী অংশ কেটে নিয়ে, নতুন করে ভিডিও বানিয়ে তাঁর নামে মিথ্যে প্রচার করা হচ্ছে।

সম্প্রতি লাইভে এসে নিজের ফ্যানদের এবং বাংলার মানুষের সামনে তৃণমূলের ষড়যন্ত্রের সত্যতা ফাঁস করলেন কিরণ দত্ত। তিনি জানান, কিছুদিন আগে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্কে তাঁর অভিমত ব্যক্ত করতে বলা হয়। সেখানে তিনি কোন রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে নিজের মতাদর্শের ভিত্তিতে তৃণমূল, বিজেপি, সিপিএম নির্বিশেষে- বাংলার রাজনৈতিক দলগুলোর ভালো মন্দ নিয়ে আলোচনা করেন।

https://www.facebook.com/kiran.dutta.7587/videos/3027454847491171

টিভি চ্যানেলে তাঁর সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কিছুদিন পর থেকেই স্যোশাল মিডিয়ায় আরও একটি ভিডিও শেয়ার করা হয়। কিরণ দত্ত জানান, সাক্ষাৎকারে তৃণমূল পন্থী কিছু কথা যেমন মদন মিত্র, অনুব্রতকে ভালো লাগে, এই সমস্ত পার্টগুলো এডিট করে তৃণমূলের একটি পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেইসঙ্গে বিজেপি এবং সিপিএম সম্পর্কে মন্তব্য করা খারাপ দিকগুলোকে তুলে ধরা হয়। যার পরেই স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে ‘বং গাই’-র নামে।

লাইভে এসে কিরণ দত্ত জানান, সাক্ষাৎকারে বলেছেন তিনি মিম হিসাবে মদন মিত্র, অনুব্রত মন্ডলকে পছন্দ করেন। বর্তমানে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা তাঁর নেই। এমনকি তাঁকে বিভিন্ন পার্টি থেকে অফার করা হলেও, তিনি যাননি এবং এই ধরণের মিথ্যে ভিডিও কে বা কারা বানিয়েছেন, সেটাও তিনি জানেন না।

Kiran Dutta Indian Bengali YouTuber aka The Bong Guy

কিন্তু তৃণমূলের পেজে এডিট করা ভিডিওতে শুধুমাত্র তৃণমূলপন্থী কথা গুলো রেখে, অন্যদলের খারাপ দিকগুলোকে তুলে ধরা হয়েছে। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই ‘বং গাই’-র নামে সমালোচনার ঝড় ওঠে। তবে এদিন সরাসরি লাইভে এসে প্রকাশ্যে তৃণমূলের এই ষড়যন্ত্র ফাঁস করে দেন স্বয়ং কিরণ দত্ত।

Smita Hari

সম্পর্কিত খবর