বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতে ক্রিকেটকে ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। ভক্তরা ক্রিকেটারদের সম্পর্কে সবকিছু জানতে চান। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে যখন ভারতীয় দল ওডিআই বিশ্বকাপ জিতেছিল, তখন থেকেই ভারতে ক্রিকেট উন্মাদনার সূচনা হয়। এই নয় বিশ্বকাপে ৮৩ ফিল্মটি কিছুদিনের মধ্যেই রুপোলি পর্দায় আসতে চলেছে, যেখানে রণবীর সিং মুখ্য ভূমিকায় কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন। এরই মধ্যে কীর্তি আজাদ ১৯৮৩ সালের বিশ্ব সংযুক্ত একটি উপাখ্যান বলেছেন।
কীর্তি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। ১৯৮৩ সালের ২২শে জুন ম্যানচেস্টারে বিশ্বকাপের ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচে ইয়ান বোথাম কীর্তি আজাদের বলে ক্লিন বোল্ড হন। এটি একটি দুর্দান্ত বল ছিল। এই বলটা নিচু হয়ে বড় টার্ন নিয়েছিল তারপর মাঠেই কপিল দেব তাকে জিজ্ঞেস করলেন, বল হয় নিচু থাকতে পারে বা টার্ন করতে পারে, কিন্তু দুটোই একসাথে কেমন করে সম্ভব।
কীর্তি আজাদ যখন ইয়ান বোথামকে বোল্ড করে করেন, সেই গল্পটি বর্ণনা করতে গিয়ে কীর্তি আজাদ বলেছিলেন যে তখন টিম ইন্ডিয়ার ভক্তরা দৌড়ে মাঠে নেমে এসেছিল এবং তাদের পকেটে ৫০ ডলারের নোট রেখে চলে গিয়েছিল, সেই নোটগুলি এখনও আমার কাছে রয়েছে। সেই ম্যাচে মহিন্দর অমরনাথ এবং কীর্তি দুর্দান্ত বোলিং করেছিলেন। দুজনেই নিজেদের মধ্যে চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছিলেন। কীর্তি জানান যে আজও তার কাছে এর উত্তর নেই, যে ওই বিস্ময় বলটি কিভাবে সম্ভবহলো।
View this post on Instagram
ভারতীয় দল ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল। কবির খান পরিচালিত এই বিশ্বকাপ ৮৩ চলচ্চিত্রটি খুব শীঘ্রই পর্দায় আসছে, যেটিতে রণবীর সিং মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। রণবীর সিং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। অনেকেই এই ভিডিওটি পছন্দ করছেন। একইসঙ্গে পঙ্কজ ত্রিপাঠীকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে রণবীর লিখেছেন, ৩৮ বছর পরও এই রহস্যের সমাধান হয়নি। ছবিটি মুক্তি পাচ্ছে ২৪ শে ডিসেম্বর।