বলেছিলেন দেশ ছেড়ে পালাবে! এবার সেই গৌতম আদানিকেই ‘ভাই” বলে সম্বোধন তৃণমূল নেতার

বাংলা হান্ট ডেস্ক : আদানি ইস্যুতে (Adani Scam) কিছুদিন আগে পর্যন্ত তোলপাড় হয় জাতীয় থেকে রাজ্য রাজনীতি। এই ইস্যুর আঁচ পড়েছে সংসদের অধিবেশনেও। এই ইস্যুতে বিরোধীদের আলোচনার দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সংসদের দুই কক্ষেই। এদিকে আদানি ইস্যুর ছাপ পড়েছে বঙ্গ রাজনীতিতেও।

বাংলার সঙ্গে আদানির ‘গোপন আঁতাত’ রয়েছে বলে অনেক মহলে চর্চা রয়েছে। অথচ কয়েক মাস আগেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (Bengal Global Business Summit) আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে (Gautam Adani) সাদরে আমন্ত্রণ জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে।

কিন্তু এবার সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হল আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে। হিন্ডেনবার্গ কান্ড নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বাংলার শাসক দলের নেতা র্কীতি আজাদ (Kirti Azad)। তিনি টুইটারে লেখেন, ‘আদানি সাহেব তো সব গন্ডগোল করে দিয়েছে। মানুষের ২.৭৫ লক্ষ ডুবিয়ে দিয়েছে। নিজেরও ক্ষতি করেছে। ভারতীয় ব্যাঙ্ক থেকে সবচেয়ে বেশি টাকা নিয়েছে আদানি গ্রুপ। অথচ এই ঋণ মুকুব হয়ে যাবে। আর না হলে তিনি দেশ ছেড়েই পালাবেন।’

এক সময় বাংলার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়, আদানি বাংলার বিভিন্ন খাতে বিপুল অঙ্কের বিনিয়োগ করবেন। এই সম্মেলন থেকেই আদানির সঙ্গে তৃণমূলের একটি সম্পর্ক সদ্য শুরু হয়। তবে তা পরিপক্ক হওয়ার আগেই শেষের দিকে এগোল কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এই বিজিবিএস-এ আদানিকে আমন্ত্রণ জানানোর জন্যই তৃণমূলকে সুর চড়াতে হয় আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে। একাধিক মহল মনে করছে, আদানির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল।

বাংলায় বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগের আশ্বাস দিয়েছিলেন গৌতম আদানি। গত শিল্প সম্মেলনে গৌতম আদানির পুত্র কিরণ আদানির হাতে তাজপুর বন্দরের কাজ শুরুর অনুমতিপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদানির টাকায় তাজপুর বন্দর তৈরিতে প্রায় ১০ লক্ষ চাকরি তৈরির কথাও জানানো হয়েছিল। তবে এবার আদানি ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছে সেই প্রজেক্টও। এই নিয়ে সুর চড়ায় রাজ্যের বিরোধী শিবির বিজেপিও।

এদিকে সভায় আম আদমির বিপদের কথা মুখ্যমন্ত্রীর মুখে। তাহলে কি এই বিপদের আশঙ্কা করেই আদানির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল? আর আশঙ্কা বাড়ছে রাজ্যে আদানির বিনিয়োগে তাজপুর বন্দর তৈরির ভবিষ্যত নিয়ে।

Sudipto

সম্পর্কিত খবর