প্রথম দিনেই হাউজফুল ‘কিশমিশ’, ছবির গল্প ফাঁস করবেন না, আর্জি দেব-রুক্মিনীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গোলন্দাজ, টনিক আর এখন কিশমিশ (Kishmish), সিনেমা ভাগ‍্য বেশ ভালোই যাচ্ছে দেবের (Dev)। পরপর প্রতিটি ছবিই দর্শকদের ভাল সাড়া পাচ্ছে। করোনা পরবর্তীকালে সব ইন্ডাস্ট্রিই একটু টলোমলো পরিস্থিতে রয়েছে। বিশেষ করে হিন্দি আর দক্ষিণী ভাষার ছবির দাপটে বাংলা ছবির বাজার কমছে। এমতাবস্থায় টলিউডকে হৃত গৌরব ফিরিয়ে দিতে কোমর বেঁধে নেমেছেন দেব।

২৯ এপ্রিল মুক্তি পেল ‘কিশমিশ’। দু বছর আগে থেকে এই ছবি নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মধ‍্যে। কিন্তু করোনার জন‍্য বারবার পিছিয়েছে ছবির মুক্তি। শেষমেষ আজ, শুক্রবার মুক্তি পেল কিশমিশ। আর প্রথম দিনেই হাউজফুল হল প্রেক্ষাগৃহ।


দক্ষিণ কলকাতার নামী সিনেমা হল নবীনাতে প্রথম দিনের শো হাউজফুল হয়েছে কিশমিশ এর। দেবকে শুভেচ্ছা বার্তা দিয়ে সিনেমা হলের তরফে জানানো হয়েছে, ৮২১ টি আসন ভরে গিয়েছে প্রথম দিনেই। বহুদিন পর নবীনায় কোনো বাংলা ছবি প্রথম দিনেই হাউজফুল হল। এটা নিঃসন্দেহে কিশমিশ টিমের কাছে বড় পাওনা।

https://www.instagram.com/p/Cc7mBQEvKA3/?igshid=YmMyMTA2M2Y=

শুভেচ্ছা বার্তাটির স্ক্রিনশট শেয়ার করে দেব লিখেছেন, ‘সকলকে ধন‍্যবাদ, কৃতজ্ঞ।’ সঙ্গে আরো একটি ভিডিও শেয়ার করে একটি বিশেষ বার্তা দিয়েছেন দেব রুক্মিনী। এখন বহু ছবি পাইরেসির শিকার হচ্ছে। সেকথা মাথায় রেখে টিনটিন রোহিনীর আর্জি, যারা ইতিমধ‍্যেই কিশমিশ দেখে নিয়েছেন তাদের অনেক ধন‍্যবাদ।

https://www.instagram.com/tv/Cc7GS_LP2ab/?igshid=YmMyMTA2M2Y=

তবে তারা যেন অন‍্যদের ছবির গল্পটা জানিয়ে না দেন। সবাই প্রেক্ষাগৃহে গিয়েই ছবিটা দেখুন। বাংলা ছবির পাশে দাঁড়ান, এমনটাই আবেদন জানিয়েছেন দেব ও রুক্মিনী। ছবির প্রচারেও কোনো খামতি রাখেননি দেব। ডিজিটাল মাধ‍্যম থেকে ছোটপর্দার নন ফিকশন শো কোনোটাই বাদ রাখেননি কিশমিশের প্রচারে। তার সুফলই পাচ্ছেন দেব।

X