ভারতীয় দলকে ক্রিকেটের পাওয়ার হাউস বললেন প্রাপ্তন কিউয়ি তারকা ক্রেগ ম্যাকমিনাল।

আগামী 24 শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ। 24 তারিখ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভারতের নিউজিল্যান্ড সফরের শুরু হতে চলেছে অর্থাৎ এখনো বল গড়াতে বেশ কয়েকটা দিন দেরি, আর তার আগেই প্রাক্তন কিউয়ি ক্রিকেটার জানিয়ে দিলেন কেমন হতে চলেছে এই সিরিজ। প্রাক্তন কিউই ক্রিকেটার ক্রেগ ম্যাকমিনাল জানিয়ে দিলেন কোহলিদের বিরুদ্ধে পাশ মার্কস পেতে হলে তিনটের মধ্যে অন্তত দুটো সিরিজ জিততেই হবে নিউজিল্যান্ডকে।

ভারত এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। আগামী শুক্রবার এই সিরিজের প্রথম বল গড়াবে অকল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এই সিরিজটি নিউজিল্যান্ডের হোম সিরিজ হলেও প্রাক্তন কিউয়ি তারকা ক্রেগ ম্যাকমিনাল জানিয়ে দিলেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল হচ্ছে বিশ্ব ক্রিকেটের পাওয়ার হাউস। ম্যাকমিনাল ‘Redio sport Breakfast’ কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও ভারত যেভাবে ম্যাচ জিতে নিয়েছে তাতে আসন্ন ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ।

175537153fd6197eb0aa812b29c2fe9863bba3e14 1

তিনি বলেন এই ভারতীয় ক্রিকেট দল হচ্ছে ক্রিকেটের পাওয়ার হাউস। টেস্ট ক্রিকেট হোক কিংবা ওয়ানডে ক্রিকেট কিংবা টিটোয়েন্টি ক্রিকেট সব ধরনের ক্রিকেটেই ভারত হল পাওয়ার হাউস। তাই ম্যাকমিনাল মনে করেন ভারত বনাম নিউজিল্যান্ডের এই তিনটি সিরিজের মধ্যে অন্তন দুটি সিরিজ জিততেই হবে নিউজিল্যান্ডকে তবেই পাস মার্কস পাবে নিউজিল্যান্ড দল। ঘরের মাঠে খেলা হলেও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখতে নারাজ ক্রেগ ম্যাকমিনাল।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর