বাংলাহান্ট ডেস্ক: চিরতরে বিদায় নিয়েছেন কেকে (KK)। প্রিয় শহর কলকাতাতেই শেষবারের মতো শো করেছেন ভারতের প্রিয় গায়ক। তাঁর নশ্বর দেহ বিলীন হয়ে গিয়েছে পঞ্চভূতে। কিন্তু তাঁর সুপারহিট গানগুলি অমর হয়ে রয়ে গিয়েছে শ্রোতাদের মনে। কেকে কে সামনাসামনি দেখা সুযোগ হারিয়ে গিয়েছে, তবে শেষবারের মতো তাঁর কণ্ঠে সুরের ঝঙ্কার উঠতে চলেছে এক বাঙালি পরিচালকেরই ছবিতে।
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ ছবিতে শেষ বারের জন্য শোনা যাবে কেকের কণ্ঠ। গানের নাম ‘ধূপ পানি বহেনে দে’। গানের কথা লিখেছেন গুলজার। সুর দিয়েছেন শান্তনু মৈত্র। জানা যাচ্ছে, আগামী কাল সোমবার মুক্তি পেতে চলেছে সেই গান।
সৃজিত মুখোপাধ্যায়ের শেরদিল ছবির গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। ছবিতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী, নীরজ কবি এবং সায়নী গুপ্ত। এই নিয়ে বলিউডে আরো একটি হিন্দি ছবি পরিচালনা করতে চলেছেন সৃজিত। আগামী ২৪ জুন মুক্তি পেতে চলেছে শেরদিল।
কলকাতায় আসা নিয়ে উচ্ছ্বসিত ছিলেন কেকে। কিন্তু ৩১ মে নজরুল মঞ্চে গুরুদাস মহাবিদ্যালয় কলেজের অনুষ্ঠানই কেরিয়ারের শেষ শো হয়ে রইল কেকের।শিল্পীর মৃত্যুতে কাঠগড়ায় তোলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজকদের। খুনের অভিযোগ উঠছে শহর কলকাতা এবং রাজ্য সরকারের বিরুদ্ধেও।
নজরুল মঞ্চে আসন সংখ্যা ২৫০০। অথচ সেদিন লোক হয়েছিল প্রায় ৭০০০। এদিকে ফেস্টের আয়োজক কলেজের ইউনিয়ন টিএমসিপি ইউনিট দাবি করেছে, যত আসন সংখ্যা ততগুলোই পাস বিলি করেছিল তারা। কিন্তু সংবাদ মাধ্যমের হাতে ইতিমধ্যেই কিছু টিকিট এসে পড়েছে যা স্পষ্টতই অতিরিক্ত।
যেখানে অডিটোরিয়ামে আসন সংখ্যা ২৫০০, সেখানে একটি টিকিটের নম্বর ৪০২৩। এমনকি টিকিটে কলেজের স্ট্যাম্প পর্যন্ত রয়েছে। এটা স্পষ্ট যে অতিরিক্ত টিকিট বিক্রি তো করা হয়েছিলই, উপরন্তু সেদিন অনেক বহিরাগত পড়ুয়ারাও ঢুকে পড়েছিল শো তে। পাঁচিল টপকেও অনেকে ঢুকেছিল বলে খবর। যদিও অতিরিক্ত টিকিটের প্রমাণ দেখেও কোনো মন্তব্য করেনি কলেজ ইউনিয়ন।